ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

আপত্তিকর ভিডিও করায় মঞ্চ ছাড়লেন শাকিরা

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৪ ১০:২৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৪ ১০:২৫:৪৮ অপরাহ্ন
আপত্তিকর ভিডিও করায় মঞ্চ ছাড়লেন শাকিরা
বিনোদন ডেস্ক
বিশ্বখ্যাত পপকুইন শাকিরা। মঞ্চে তিনি যখনই ওঠেন, দর্শক হৃদয়ে ঢেউ ওঠে। উন্মাদনা ছড়িয়ে পড়ে চারপাশে। বরাবরই ওয়েস্টার্ন পোশাকে মঞ্চে দেখা যায় এই গায়িকাকে। নেচে-গেয়ে মনোরঞ্জন করেন দর্শকদের। তবে এবার কিছুটা বিরক্তি নিয়েই মঞ্চ ছাড়লেন এই গায়িকা। কারণ, সামনের সারির দর্শক অশ্লীলভাবে ভিডিও ধারণ করছিলেন তার। ফ্লোরিডার এক নাইটক্লাবে দেখা মিলল শাকিরার। পরনে সিক্যুইনের শর্ট ড্রেস। খোলা এক ঢাল কোঁকড়ানো চুল। মঞ্চে নিজের নতুন গান ‘সলটেরা’র সঙ্গে নাচছেন শাকিরা। গায়িকার গানের সঙ্গে তাল মেলাচ্ছিলেন তার অনুরাগীরাও। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছন্দপতন। মেজাজ হারিয়ে মঞ্চ থেকে নেমে পড়লেন তিনি। এই ঘটনার একটি ভিডিও এই মুহূর্তেই ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, নিজের গানের সঙ্গে মঞ্চে নাচছিলেন শাকিরা। হঠাৎই মুখের অভিব্যক্তি বদলে যায় তার। গায়িকা বুঝতে পারেন, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি শাকিরার পোশাকের নিচের দিক থেকে ছবি তোলার চেষ্টা করছেন। বিষয়টি দেখতে পেয়েই মেজাজ হারান শাকিরা। ইশারা করে সেই দর্শককে জানান, পোশাকের নিচের দিকে নয় মুখের ছবি তুলুন। তার পরেই রেগে গিয়ে মঞ্চ থেকে নেমে পড়েন তিনি। ভিডিওটি অনলাইনে পোস্ট হওয়া মাত্র মুহূর্তেই ভাইরাল হয়। এই ঘটনার নিন্দা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। কেউ লিখছেন, ‘এটা সত্যিই খুব লজ্জার ঘটনা। মানবিকতা কি বিসর্জন দিয়েছে এরা?’ কেউ মন্তব্য করে বলছেন, ‘শাকিরার মতো বড় শিল্পীও নিজের গানের সঙ্গে নাচতে পারবেন না! এটাও যৌন হেনস্তা। কী ছবি তোলার চেষ্টা করছিল এই ব্যক্তি? সত্যিই পুরুষদের কিছু বলার নেই।’ অন্য একজন লিখেছেন, ‘এরা শাকিরার পোশাকের নিচে ভিডিও করতে চাইছে! কী জঘন্য! খুব হতাশ হলাম। শিল্পীদের তো এটুকু সম্মান প্রাপ্য। যেখানে এত বড় শিল্পীদের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষ কিভাবে সম্মানের আশা করবে।’ এমন অসংখ্য মন্তব্য ঘুরতে দেখা যাচ্ছে ভিডিওটি ঘিরে। পোশাক নিয়ে অস্বস্তির কারণে এত বড় একজন শিল্পীকে মঞ্চ থেকে নেমে যেতে হলো, যা সত্যিই হতাশাজনক, এমনটাই দাবি করছেন অসংখ্য ভক্ত। এ ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে এখনো কোনো মন্তব্য করেননি শাকিরা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য