ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ সংকুচিত হচ্ছে বিমানের আন্তর্জাতিক রুট অনির্দিষ্টকালের জন্য মেট্রোরেলের যাত্রীসেবা বন্ধের শঙ্কা আইজিপিকে অপসারণের দাবিতে এবার পুলিশ সদর দফতর ঘেরাও এক মাসে নতুন করে এসেছে আরও ২৭৩৮ রোহিঙ্গা শিগগিরই ফিরবেন তারেক রহমান সেদিন দেশ যেন কেঁপে ওঠে-ফখরুল সব সময় জনগণের প্রতিনিধিত্ব করতে হবে : নেতাকর্মীদের তারেক রহমান ভোটের পরে সরে যেতে চান রাষ্ট্রপতি জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট-হাইকোর্টের রায় বিএনপি-জামায়াতের দূরত্ব বাড়ছে রাজনীতির স্বার্থে প্রবাসী ভোটার নিবন্ধন ৩ লাখ ছাড়ালো ভর্তির জন্য স্কুল পায়নি সাড়ে ৭ লাখ শিক্ষার্থী শূন্য থাকছে পৌনে ৯ লাখ আজ থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তর্বর্তী সরকারের ১৬ মাসে দুই হাজার আন্দোলন হয়েছে-প্রেস সচিব তফসিল ঘোষণাকে স্বাগত জানালো জামায়াত তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধাদের ওয়ারিশের তথ্য সংরক্ষণে নতুন নির্দেশনা আইজিপি বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট খালেদা জিয়ার অসুস্থতায় হাসিনার উদ্বেগ প্রকাশ

সংসদ থেকে হারিয়ে গেছে প্রায় ১ কোটি টাকা

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৪ ০১:১৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৪ ০১:১৬:৩২ অপরাহ্ন
সংসদ থেকে হারিয়ে গেছে প্রায় ১ কোটি টাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পরই গণভবন ও জাতীয় সংসদে ব্যাপক লুটপাট হয়। এই লুটপাটে জাতীয় সংসদ থেকে দাপ্তরিক ও ব্যক্তিগত মিলে প্রায় এক কোটি টাকা হারিয়ে গেছে।
গতকাল রোববার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৪ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি অবহিতকরণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ভারপ্রাপ্ত সচিব জেবুন্নেসা করিম সভাপতিত্ব করেন। সভায় জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অনুবিভাগ প্রধানরা অংশগ্রহণ করেন এবং নিজ নিজ অনুবিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তারা জরুরি ভিত্তিতে কিছু মেরামত কাজ করানোর উপর গুরুত্বারোপ করেন।
সংসদ সচিবালয় জানায়, দাফতরিক ও ব্যক্তিগত মোট ৯০ লাখ টাকা (আনুমানিক) পরিমাণ অর্থ হারিয়ে যায়। নগদ এই অর্থ ফেরতের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে অবহিতকরণ সভায়।
সংসদ ভবনের বিভিন্ন কার্যালয়, অধিশাখা ও শাখার হারানো ও ক্ষতিগ্রস্ত মালামালের তালিকা প্রস্তুত করে স্ব স্ব অনুবিভাগ প্রধানের কাছে দাখিলেরও সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়।
সংসদ থেকে আরও জানানো হয়, সংসদ ভবন, সংসদ সদস্য ভবন (মানিক মিয়া ও নাখাল পাড়া), পুরাতন এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করা এবং উপরোক্ত এলাকার ভাঙা, হারানো ও ক্ষতিগ্রস্ত মালামাল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত ৩টি কমিটি গঠিত হয়।
কমিটিগুলোকে ক্ষতিগ্রস্ত ও স্তূপীকৃত মালামাল সরেজমিন পরিদর্শন করে শপথকক্ষে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া জাতীয় সংসদ ভবনে ক্ষতিগ্রস্ত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট সংযোগ, টেলিফোন এক্সচেঞ্জ, লাইন ও সেটসমূহ জরুরি ভিত্তিতে মেরামত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে বলে জানায় সংসদ সচিবালয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ

উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ