ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’ সাইমন টোফেলকে নিয়োগ দিলো বিসিবি কর্মশালার মাধ্যমে জাপানিজ ভাষা শিক্ষা দিচ্ছে আর আর গ্রুপ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে নুর ভালো আছেন তবে ব্যথা আছে -ঢামেক পরিচালক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ফের রাজনীতিতে বাড়ছে উত্তাপ হলে রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহার চায় বাম ছাত্রসংগঠনগুলো পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার ‘বাঘ’ আসতে বাধা কোথায় ১২৩ সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে-স্বরাষ্ট্র উপদেষ্টা চবিতে সংঘর্ষে আহত দেড় শতাধিক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি ঢাবি শিক্ষক কার্জনসহ ২ জনের জামিন মেলেনি ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট, শুনানি আগামীকাল

জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৪ ১২:৪৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৪ ১২:৪৩:১৮ অপরাহ্ন
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
শ্রীলঙ্কার মাটিতেই জিতেই চলছেন বাংলাদেশের নারীরা। টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ১০ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে বাঘিনীরা। আগে ব্যাট করতে নেমে সাথীর ২৬ ও রিতু মনির ২৫ রান বাদে বলার মতো স্কোর গড়তে পারেননি কেউই। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ৯৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে মারুফা, রাবেয়া, নাহিদাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০ রানের জয় পায় বাঘিনীরা। টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তিন ওভারের আগেই ২৮ রান তোলেন দিলারা আক্তার ও সাথী রানী। ১৩ রান করে রানআউটে কাটা পড়েন দিলারা। অল্পতেই ফেরেন সোবহানা মোস্তারি। এরপর নিগার সুলতানাকে নিয়ে এগোচ্ছিলেন সাথী।দলীয় ৫৪ রানে সাথীকে থামান মালসা শেহানি। ২১ বলে চারটি চারে ইনিংস সর্বোচ্চ ২৬ রান করেন তিনি। এরপর রিতু মনি একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। একে একে ফিরে যান নিগার সুলতানা, তাজ নেহার, ফাহিমা খাতুনরা। শেষ পর্যন্ত রিতু মনির ৩৩ বলে অপরাজিত ২৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ৯৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরু থেকে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়েন শ্রীলঙ্কান ব্যাটাররা। মারুফা-নাহিদাদের বোলিং তোপে মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। এরপর কাউসিনি নুথাঙ্গা ও নিলাকসানা সন্দামিনি চেষ্টা করেছিলেন প্রতিরোধের। তবে ২১ রান করা নুথাঙ্গাকে ফিরিয়ে জুটি ভাঙেন অধিনায়ক রাবেয়া খান। শেষদিকে ইনিংস সর্বোচ্চ ৩৭ বলে ২২ রান করা সন্দামিনিকে ফেরান ফাহিমা খাতুন। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৮৭ রানে থামে শ্রীলঙ্কা। ১০ রানের জয় পায় বাংলাদেশ নারী ‘এ’ দল। দুইটি করে উইকেট শিকার করেন রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স