ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা সরকারের নানা পদক্ষেপেও বিদেশী বিনিয়োগে ধস কিটের অভাবে পরীক্ষা ছাড়া লক্ষণ দেখেই চলছে চিকুনগুনিয়ার চিকিৎসা সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহিতার গুরুত্বপূর্ণ পদক্ষেপ- প্রেস সচিব অনির্দিষ্টকালের ছুটিতে সায়মা ওয়াজেদ, দাবি পলিসি ওয়াচের প্রতিবেদনে চারদিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় ছায়া তদন্ত করছে র‌্যাব চাঁদাবাজি নয় ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন লাল চাঁদ-পুলিশ খুনিদের পায়ে লুটিয়ে পড়েও বাঁচাতে পারেনি লাল চাঁদ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় কুপিয়ে জখম করা খতিব, থানায় মামলা পুরান ঢাকার এই হত্যাকাণ্ড জাহিলিয়াতের যুগের বর্বরতাকে হার মানিয়েছে-কাজী মামুনূর রশিদ মিটফোর্ডের ঘটনায় কিছু রাজনৈতিক দল ফায়দা নেয়ার চেষ্টা করছে- রিজভী ফেনীর তিন নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ এক নম্বর হতে হবে-ত্রাণ উপদেষ্টা

সিলেটে গুঁড়িয়ে দেয়া হয়েছে শাহ সুফি আব্দুল কাইউমের মাজার

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৪ ১২:৫৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৪ ১২:৫৪:০৩ পূর্বাহ্ন
সিলেটে গুঁড়িয়ে দেয়া হয়েছে শাহ সুফি আব্দুল কাইউমের মাজার
সিলেট প্রতিনিধি
সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন খাদিমপাড়া এলাকায় শাহ সুফি আব্দুল কাইয়ুমের ‘মাজার’ গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
তবে পুলিশ বলছে- সেটি একটি পারিবারিক কবরস্থান।
গতকাল শনিবার বিকালে শাহপরাণ থানার ওসি মো. মনির হোসাইন বলেন, ওই স্থানটি পারিবারিক কবরস্থান। ওই পরিবারের সদস্যরা বিদেশে থাকেন। তবে সেখানে মাঝে মধ্যে কিছু লোকজন এসে জন্ম ও মৃত্যুবার্ষিকীর সময় বসে দোয়া করতেন।
তবে খাদিমপাড়ার স্থানীয়রা জানিয়েছেন, শাহ সুফি আব্দুল কাইউমের মাজারে প্রতি বছর ওরস হত। একই এলাকার শাহপরাণের মাজারে গান-বাজনা নিষিদ্ধ করার পর শাহ সুফি আব্দুল কাইউমের এই মাজারটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তারা আরও জানান, শুক্রবার সকালে ১০ থেকে ১২ জনের একটি দল এ কাজটি করেছে। তবে এ সময় স্থাপনাটি রক্ষায় কেউ এগিয়ে আসেননি।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে ১০ থেকে ১২ জনের একটি দল মাজারটি হাতুড়ি দিয়ে আঘাত করে গুঁড়িয়ে দিয়েছেন। ভেঙে দেওয়া হয়েছে মাজারে থাকা কবরগুলোও।
শাহপরাণ থানার ওসি মো. মনির হোসাইন বলেন, শুক্রবার স্থানীয়রা দেখেছেন ওই স্থানটি ভাঙা। কে বা কারা তা করেছে সেটিও তারা বলতে পারেননি। এজন্য পুলিশ বা কাউকে কিছু জানায়নি তারা।
তবে স্থাপনাটি ভেঙে দেওয়ায় স্থানীয়রাও খুশি বলে দাবি করেন এই পুলিশ কর্মর্কর্তা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য