সিলেট প্রতিনিধি
সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন খাদিমপাড়া এলাকায় শাহ সুফি আব্দুল কাইয়ুমের ‘মাজার’ গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
তবে পুলিশ বলছে- সেটি একটি পারিবারিক কবরস্থান।
গতকাল শনিবার বিকালে শাহপরাণ থানার ওসি মো. মনির হোসাইন বলেন, ওই স্থানটি পারিবারিক কবরস্থান। ওই পরিবারের সদস্যরা বিদেশে থাকেন। তবে সেখানে মাঝে মধ্যে কিছু লোকজন এসে জন্ম ও মৃত্যুবার্ষিকীর সময় বসে দোয়া করতেন।
তবে খাদিমপাড়ার স্থানীয়রা জানিয়েছেন, শাহ সুফি আব্দুল কাইউমের মাজারে প্রতি বছর ওরস হত। একই এলাকার শাহপরাণের মাজারে গান-বাজনা নিষিদ্ধ করার পর শাহ সুফি আব্দুল কাইউমের এই মাজারটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তারা আরও জানান, শুক্রবার সকালে ১০ থেকে ১২ জনের একটি দল এ কাজটি করেছে। তবে এ সময় স্থাপনাটি রক্ষায় কেউ এগিয়ে আসেননি।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে ১০ থেকে ১২ জনের একটি দল মাজারটি হাতুড়ি দিয়ে আঘাত করে গুঁড়িয়ে দিয়েছেন। ভেঙে দেওয়া হয়েছে মাজারে থাকা কবরগুলোও।
শাহপরাণ থানার ওসি মো. মনির হোসাইন বলেন, শুক্রবার স্থানীয়রা দেখেছেন ওই স্থানটি ভাঙা। কে বা কারা তা করেছে সেটিও তারা বলতে পারেননি। এজন্য পুলিশ বা কাউকে কিছু জানায়নি তারা।
তবে স্থাপনাটি ভেঙে দেওয়ায় স্থানীয়রাও খুশি বলে দাবি করেন এই পুলিশ কর্মর্কর্তা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
