সন্ত্রাসী ও দখলবাজ শরিফুল ইসলাম সেলিম ও তার দোসরদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক আব্দুর রহিম রনো। স্বৈরাচার পতনের পর গত ১ সেপ্টেম্বর রাতে দখলের উদ্দেশ্যে আব্দুর রহিম রনোর আজিমপুরের বাড়িতে হামলা চালায় শরিফুল ইসলাম সেলিম,আতিকুল্লাহ ও জান্নাতুল ফেরদৌসসহ ১০/১২ জনের একটি সশস্ত্র গ্রুপ। হামলা চালিয়ে আব্দুর রহিম রনোকে আহত করা হয়। এসময় ক্যান্সারাক্রান্ত তার স্ত্রী ভিডিও করতে এলে সন্ত্রাসী সেলিমের নেতৃত্বে আগতরা রনোরও স্ত্রীকেও পিটিয়ে আহত করে। এসময় সেলিম ও আতিকুল্লাহ রনো ও তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং আইনের আশ্রয় নিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়। পরে এলাকাবাসীরা এগিয়ে এলে সন্ত্রাসী সেলিম তার দলবল নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আবার আসবে এবং সবাইকে বাড়ি ছাড়া করবে বলেও শাসিয়ে যায়। ভুক্তভোগী সাংবাদিক রনো জানায়, পয়লা সেপ্টেম্বর রাতে তার বাড়িতে আসে সেলিম ও আতিকুল্লাহর নেতৃত্বে একদল সন্ত্রাসী। তারা বাড়িটি দখল করবে জানিয়ে রনোকে বাড়ি ছাড়তে বলে এবং ভাড়াটিয়াদের বের করে পুরা বাড়ি খালি করে দেয়ার কথাও বলে। পৈতৃক বাড়ি কেন ছাড়বে এ কথা বলার পর কিছু বুঝে উঠার আগেই তারা অতর্কিত ভাবে রনোর উপর হামলা চালায়। হামলার নেতৃত্বদানকারী শরিফুল ইসলাম সেলিম নিজেকে জামায়াত নেতা বলে দাবি করে আর তার সহযোগী দালাল জালিয়াতি সিন্ডিকেটের সক্রিয় সদস্য আতিকুল্লাহ হুমকি দিয়ে বলে যেকোনো উপায়েই জাল দলিল বানিয়ে হলেও রনোকে উচ্ছেদ করে তারা বাড়িটি দখল করবে। এরপর থেকে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাংবাদিক রনো। জীবনের নিরাপত্তায় লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন রনোর স্ত্রী সারওয়াত লায়লা খান। নিজের বাড়ি রক্ষা ও জীবনের নিরাপত্তায় প্রশাসনের সর্বোচ্চ মহলের কার্যকর পদক্ষেপ কামনা করছেন সাংবাদিক আব্দুর রহিম রনো।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক ও তার পরিবার
- আপলোড সময় : ১৫-০৯-২০২৪ ১২:৩৭:৩৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-০৯-২০২৪ ১২:৩৭:৩৫ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ