শাহরিয়ার সোহেল
যদি মৃত্যু হয় এ মিছিলে
বড় তুচ্ছ আমি
ক্ষুদ্রকণা ভেসে যায় সাগরের স্রোতে
তুমি থেমো না
সূর্যোদয় তোমাকে শেখাবে
কীভাবে জ্বলে জ্বলে দিন শুরু হয়
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
