সোমা মুৎসুদ্দী
নির্জনতায় কেটেছে দিন আমার,
তুমি আছো শহরের ব্যাস্ত কোলাহলে,
আমি নির্জনতাকে ভালোবাসি
তাই নির্জনতায় বার বার ফিরে আসি
তোমার সুন্দর প্রতিচ্ছবি দেখবো বলে।
আমার সাদা-কালো জীবনটা আজ ছবির ফ্রেমে বন্দী,
তোমার ভালোবাসাও আমার সাথে করছে ডিজিটাল সন্ধি।
তোমার আনাগোনা শপিংমল নয়তো কফিশপে,
তাই আমি আসি নির্জনতায় তোমার সুন্দর প্রতিচ্ছবি দেখবো বলে।
কারণ নির্জনতায় আমি তোমার সুন্দর মুখখানা দেখতেপাই,
যা শহরের ব্যাস্ত কোলাহলে কোথাও নাই।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
