রাজধানীর শাহ আলী এলাকায় গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেফতারের তথ্য জানায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তবে এদিন রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে একটি সংশোধনী বার্তা দেওয়া হয়েছে। ওই বার্তায় জঙ্গি শব্দ পাল্টে গ্রেফতার দুই জনকে সন্দেহভাজন নাশকতাকারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান‘সন্দেহভাজন দুই জঙ্গি’ গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। তিনি তখন বলেছিলেন, রাজধানীর শাহ আলী এলাকায় একটি বাসায় অভিযান চালায় সিটিটিসি। বাসার ভেতর বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। সেখান থেকে সন্দেহভাজন দুই জঙ্গি রেজওয়ান ও মাহমুদুলকে গ্রেফতার করেছে সিটিটিসি। বোম্ব ডিসপোজাল ইউনিট বিস্ফোরক নিষ্ক্রিয় ও জব্দ করার চেষ্টা করছে। তালেবুর রহমান তখন আরও জানান, এখনও সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে। তবে রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে দেওয়া হয়েছে একটি সংশোধনী বার্তা। ওই বার্তায় গ্রেফতারকৃত দুই জনকে জঙ্গি নয়, বরং সন্দেহভাজন নাশকতাকারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃতদের নাম রেজওয়ান ও মাহমুদুল। তারা আপন দুই ভাই।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

‘জঙ্গি’ গ্রেফতারের তথ্য পরিবর্তন করে পুলিশ জানালো ‘নাশকতাকারী’
- আপলোড সময় : ১৪-০৯-২০২৪ ০৩:৫৩:৪০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-০৯-২০২৪ ০৩:৫৩:৪০ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ