
গুম-খুন হওয়া নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা
তৃণমূলকে সুসংগঠিত করতে মাঠে নেমেছে বিএনপি
- আপলোড সময় : ১৪-০৯-২০২৪ ০৩:৪১:৫৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-০৯-২০২৪ ০৩:৪২:৫৬ অপরাহ্ন


তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করতে মাঠে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সহ-সভাপতি ও ডেমরা থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ জয়নাল আবেদীন রতনের নেতৃতে গতকাল শুক্রবার বাদ জুম্মা আমুলিয়া মডেলটাউন এলাকায় এক দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক এ কার্যক্রম শুরু করা হয়। এ সময় অনুষ্ঠিত মিলাদ মাহফিলে ফ্যাসিবাদী সরকার পতন আন্দোলনে নিহত শহীদ বিএনপি নেতাকর্মী, ছাত্র-জনতা ও আওয়ামী স্বৈরশাসনামলে গুম-খুন হওয়া বিএনপি নেতা কর্মীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সহ-সভাপতি, বৃহত্তর ডেমরা থানার সাবেক সাধারণ সম্পাদক ও বারংবার নির্বাচিত কাউন্সিলর মো. আতিকুল্লাহ আতিক, আব্দুল মালেক খান (সাবেক ওয়ার্ড মেম্বার) সহ ঢাকা-৫ নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা।
বারবার নির্বাচিত ডেমরা ইউনিয়ন পরিষদের সাবেক এ জননন্দিত চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা আলহাজ জয়নাল আবেদীন রতন বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ঢাকা-৫ আসন সহ সারা বাংলাদেশের বিএনপির নেতা কর্মীরা আওয়ামী স্বৈরশাসনের শিকার হয়ে ঘর ছাড়া থেকেছেন। মামলার হামলা সহ বিভিন্নভাবে জুলুম অত্যাচারের শিকার হয়ে নিপীড়িত হয়েছে। আমার বাবার মৃত্যুর সময় জেলে থাকার কারণে প্যারোলের আবেদন করেও জানাযায় অংশগ্রহণের অনুমতি দেয়া হয়নি। মায়ের মৃত্যুর জানাজাতে অংশগ্রহণ করতে পারলেও জানাযাস্থল থেকে আমাকে গ্রেফতারের চেষ্টা করা হয়েছে। তবে ছাত্র-জনতা ও বিএনপি নেতা কর্মীসহ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শেখ হাসিনার পতন হয়েছে বলে মানুষ নতুনভাবে স্বাধীন হলো। তাই এখন সময় এসেছে তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করার। তাই দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে সমাজ থেকে অন্যায় অবিচার দূর করে ন্যায় প্রতিষ্ঠার জন্যই এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ