কলকাতায় চলমান অস্থিরতা নিরসনে আবারও ব্যর্থতার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করেছেন চিকিৎসকরা। গত বৃহস্পতিবার রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনরত চিকিৎসকদের মিটিং এর লাইভ স্ট্রিমিং করতে অনুমতি না দেয়ায় সরকারের সমালোচনা করেন তারা। এ সময় কখনও মমতার পদত্যাগ চাননি বলেও জানান আন্দোলনকারীরা। খবর হিন্দুস্তান টাইমসের।
চিকিৎসকরা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্তব্যের মাধ্যমে, আর জি কর ইস্যুতে অচলাবস্থার জন্য চিকিৎসকদের দায়ী করার চেষ্টা করছেন। কাজেই তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের 'কাজ বন্ধ' রাখবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনরত একজন চিকিৎসক পিটিআইকে বলেন, মুখ্যমন্ত্রীর মন্তব্য দুর্ভাগ্যজনক। আমরা চেয়েছিলাম আলোচনা হোক। তবে, রাজ্য প্রশাসন সভার লাইভ স্ট্রিমিংয়ের অনুমতি না দেওয়ার বিষয়ে অনড় ছিল। আমাদের দাবি ন্যায্য। আমরা সভার স্বচ্ছতার জন্য লাইভ স্ট্রিমিং চেয়েছিলাম। বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী বৃহস্পতিবার বিকেল ৫টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আলোচনা হওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রী আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করেন। তবে নির্ধারিত সময়ে বৈঠকটি হয়নি। আন্দোলনরত চিকিৎসকরা চেয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে তাদের আলোচনাটা সরাসরি সম্প্রচার করা হোক। কিন্তু তাতে রাজি না হওয়ায় বৈঠকটি আর হয়নি। ডাক্তাররা জানান, আমরা কখনই তার পদত্যাগ চাইনি এবং এটির জন্য চাপ দেওয়ার জন্যও এখানে আসিনি। আর জি কর হাসপাতালের নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে আমরা এখানে এসেছি। আমরা এই সমস্যার সমাধান করতে চেয়েছিলাম। আলোচনা না হওয়ায় আমরা অত্যন্ত অসন্তুষ্ট। তবে আমরা এখনও প্রশাসনের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করব। এটা আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য ন্যায়বিচার। আমাদের পাঁচটি দাবির কোথাও আমরা মমতার পদত্যাগ দাবি করিনি। আমাদের দাবি পরিষ্কার। আমরা চাই যারা ন্যায়বিচারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাদের আইনের আওতায় আনা হোক। এর আগে চলমান অচলাবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি জনগণের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছেন। ৯ আগস্ট আর জি কর হাসপাতালে রাতে ডিউটি করার সময় ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হন ৩১ বছর বয়সী জুনিয়র ডাক্তার। পরদিন সেমিনার রুম থেকে তার নগ্ন মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর বিক্ষোভে উত্তাল হয়ে উঠে রাজ্যসহ পুরো দেশ। চিকিৎসকরা ধর্মঘট শুরু করেন। এর আগে সুপ্রীম কোর্ট গত মঙ্গলবার তাদের কাজে যোগ দেয়ার নির্দেশ দিলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দেন আন্দোলনরত চিকিৎসকরা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কখনও মমতার পদত্যাগ চাননি আন্দোলনকারীরা
- আপলোড সময় : ১৪-০৯-২০২৪ ০১:০৫:৫৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-০৯-২০২৪ ০১:০৫:৫৭ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ