ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বিশাল মহড়ার ঘোষণা চীন-রাশিয়ার

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৪ ০১:০৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৪ ০১:০৪:৫২ পূর্বাহ্ন
বিশাল মহড়ার ঘোষণা চীন-রাশিয়ার
বড় পরিসরে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীন ও রাশিয়া। বিশাল সমুদ্র এলাকাজুড়ে চলবে এই মহড়া, যা শেষ হবে ১৬ সেপ্টেম্বর। বিশ্লেষকদের ধারণা, প্রতিপক্ষকে নিজেদের সক্ষমতা দেখাতেই এই যৌথ মহড়া শুরু করেছে দেশ দুটি। এদিকে, ওয়াশিংটন যেন এশিয়াতে মস্কোকে টেক্কা দেয়ার চেষ্টা না করে এমন হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরাইলি আগ্রাসন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনসহ নানা ইস্যুতে উত্তপ্ত বিশ্ব রাজনীতি। একে অপরকে নিজেদের সামর্থ্য প্রদর্শনের কৌশলে মত্ত পরাশক্তির দেশগুলো। যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করতে বেশ কয়েক বছর ধরেই নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখছে চীন ও রাশিয়া। এর অংশ হিসেবে চলতি মাসে কয়েকটি যৌথ মহড়ার ঘোষণাও দিয়েছে দেশ দুটি। আগামী মঙ্গলবার আর্কটিক অঞ্চলে এবং এশিয়া-প্যাসিফিকসহ আশপাশের বিশাল সমুদ্রে ‘ওশান-২০২৪’ নামে নৌ ও বিমান মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। যা চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। মস্কো জানিয়েছে, এই মহড়ায় অংশ নেবে ৪০০ নৌ-জাহাজ, অন্তত ১২০টি যুদ্ধবিমান ও ৯০ হাজারের বেশি সৈন্য। মহড়া পর্যবেক্ষণে অন্তত ১৫টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এমন মহড়া কৌশলগত। জাপান সাগর ও ওখোটস্ক সাগরের কাছে জলসীমা ও আকাশসীমায় নিরাপত্তা হুমকির জবাব দিতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। বিশ্লেষকদের ধারণা, চীনের সঙ্গে মহড়ায় অংশ নিয়ে নিজেদের সামর্থ্যের জানান দেয়াটাই রাশিয়ার মূল উদ্দেশ্য। তারা মূলত দেখাতে চায়, ইউক্রেনে পূর্ণ মাত্রায় যুদ্ধ চালানোর মধ্যেও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক শক্তি মোতায়েন করতে পারে ক্রেমলিন। আর চীনের লক্ষ্য, মস্কোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করা। এতে দক্ষিণ চীন সাগর ও জাপানের আশপাশেও তাদের প্রভাব বাড়বে। এদিকে এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ওয়াশিংটন যেন এশিয়াতে মস্কোকে টেক্কা দেয়ার চেষ্টা না করে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স