ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

সামাজিক যোগাযোগমাধ্যমে মাইলফলক স্পর্শ করলেন রোনালদো

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৪ ০১:০২:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৪ ০১:০২:০৮ পূর্বাহ্ন
সামাজিক যোগাযোগমাধ্যমে মাইলফলক স্পর্শ করলেন রোনালদো
স্পোর্টস ডেস্ক
বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ১ বিলিয়ন বা ১০০ কোটি অনুসারীর অনন্য মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এমন খবর নিজেই জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। ইংরেজিতে ১বি আকৃতির মধ্যে ছোট-ছোট করে নিজের ক্যারিয়ারের সেরা মুহূর্তের ছবি বসিয়েছেন তিনি। যার শিরোনামে রোনালদো লিখেছেন ১ বিলিয়ন স্বপ্ন, একটি যাত্রা। বার্তায় ৩৯ বছর বয়সী রোনালদো লিখেছেন, ‘আমরা ইতিহাস সৃষ্টি করেছি। ১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারী! এটি শুধু একটি সংখ্যার চেয়ে বেশি। এটি আমাদের ভাগাভাগি করে নেওয়া আবেগ, উদ্যম, খেলার প্রতি ভালোবাসা এবং এর বাইরেও আরও অনেক কিছুর প্রমাণ।’ তিনি আরও লিখেছেন, ‘মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত, আমি সব সময় আমার পরিবার এবং আপনাদের জন্য খেলেছি এবং এখন আমরা ১০০ কোটি মানুষ একত্র হয়েছি। আমার এ যাত্রায় প্রতিটি পদক্ষেপ, সব উত্থান-পতনে আপনারা আমার সঙ্গী হয়েছেন। এই যাত্রায় আমরা দেখিয়েছি যে, আমরা যা অর্জন করতে পারি সেটির কোন সীমা নেই। আমার ওপর বিশ্বাস রাখার জন্য, সমর্থনের জন্য এবং আমার জীবনের অংশ হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখনো সেরাটা আসতে বাকি। আমরা একসাথে এগিয়ে যাবো, জিতবো এবং ইতিহাস সৃষ্টি করতে থাকবো।’ বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ছয়টি প্ল্যাটফর্ম ব্যবহার করছেন রোনালদো। ইনস্টাগ্রামে ৬৩ কোটি ৯০ লাখ, ফেসবুকে ১৭ কোটি ৫ লাখ, এক্স (সাবেক টুইটার ছিলো) ১১ কোটি ৩০ লাখ, ইউটিউবে ৬ কোটি ৬ লাখ, কোয়াইশুতে ৯৪ লাখ এবং ওয়েইবোতে ৭৫ লাখ অনুসারী আছে রোনালদোর। তিন সপ্তাহ আছে নিজের ইউটিউব চ্যানেল প্রকাশ করেছেন রোনালদো। ইতোমধ্যে তার সাবস্ক্রাইবার ৬ কোটির বেশি হয়ে গেছে। বিশে^ সামাজিক যোগাযোগমাধ্যম বিবেচনায় সবচেয়ে বেশি অনুসারীর মধ্যে দীর্ঘদিন ধরেই শীর্ষস্থান ধরে রেখেছেন রোনালদো। ১০০ কোটির মাইলফলক স্পর্শ করে নিজের জায়গাকে আরও শক্ত করেছেন তিনি। এই তালিকায় ৭০ কোটি ৮২ লাখ অনুসারী নিয়ে দ্বিতীয়স্থানে আছেন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী সেলেনা গোমেজ। তৃতীয়স্থানে আছেন কানাডার সংগীতশিল্পী জাস্টিন বিবার। তার অনুসারী ৬০ কোটি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ