
আজ চাঁদে স্যাটেলাইট পাঠাচ্ছে পাকিস্তান


জনতা ডেস্ক
গত বছর উপমহাদেশের প্রথম দেশ হিসেবে চাঁদ জয় করে ভারত। আগস্টে ভারতের চন্দ্রযান-৩ চাঁদের মাটি স্পর্শ করার পর এবার সেই দলে নাম লেখালো পাকিস্তান। ভারতের পর ‘ঐতিহাসিক চন্দ্র মিশন’ শুরু করতে যাচ্ছে দেশটি। পাকিস্তানের এই মিশনের নাম দেয়া হয়েছে আইকিউব-কিউ। চীনের তৈরি চ্যাং ই৬ চন্দ্রযানে করে হাইনান থেকে আজ শুক্রবার উৎক্ষেপণ করা হবে আইকিউব-কিউ স্যাটেলাইটটি। খবর জিও নিউজের।
ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির (আইএসটি) তথ্য অনুসারে, স্যাটেলাইট আইকিউব-কিউ যৌথভাবে চীনের সাংহাই ইউনিভার্সিটি এবং পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা সুপারকোর সহযোগিতায় বানানো এবং উন্নত করা হয়েছে। আইকিউব-কিউ অরবিটার দুটি অপটিক্যাল ক্যামেরা বহন করবে চন্দ্র পৃষ্ঠের ছবি তোলার জন্য। নানা ধরণের পরীক্ষা-নিরীক্ষার পর এরইমধ্যে আইকিউব-কিউ স্যাটেলাইটটিকে চ্যাং ই৬ রকেটের সঙ্গে একীভূত করা হয়েছে। এটি চাঁদের পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করবে এবং গবেষণার জন্য পরে পৃথিবীতে ফিরে আসবে। উৎক্ষেপণের এই পুরো কার্যক্রম আইএসটি ওয়েবসাইট এবং আইএসটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে। এই মিশনটি পাকিস্তানের জন্য তাৎপর্যপূর্ণ; কারণ আইএসটির বানানো একটি পাকিস্তান কিউবস্যাট স্যাটেলাইটও এর সঙ্গে থাকছে। কিউবস্যাট হলো ক্ষুদ্রাকৃতির উপগ্রহ যা সাধারণত ছোট আকারের হয়ে থাকে। এই স্যাটেলাইট প্রায়ই কয়েক কিলোগ্রামের বেশি ওজনের হয় না এবং বিভিন্ন উদ্দেশ্যে মহাকাশে স্থাপন করা হয়। কিউবস্যাটের প্রাথমিক উদ্দেশ্য হলো, মহাকাশ অনুসন্ধানে বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং শিক্ষামূলক উদ্যোগগুলোকে সহজতর করা।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ