ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
ফুরফুরে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়াই চ্যালেঞ্জ

ভালোবাসা অর্জনে নজর বিএনপির

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৪ ০২:৫৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৪ ০২:৫৬:৩৪ অপরাহ্ন
ভালোবাসা অর্জনে নজর বিএনপির
বিএনপি অতীতের ভুল ভ্রান্তি দূর করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা
ডক্টর আব্দুল মঈন খান, সদস্য, স্থায়ী কমিটি, বিএনপি


বিএনপির নেতাকর্মীরা ‘মিথ্যা’ মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছেন, কারাগার থেকে বের হয়ে আসছেন। সব মিলিয়ে সারাদেশের বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটি উদ্দীপ্ত ও চাঙ্গাভাব এবং ফুরফুরে অবস্থা বিরাজ করছে। তবে নানা জটিলতা কাটিয়ে আগামী নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়াই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। ফলে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা মেনে আপাতত দেশের মানুষের প্রতি ভালোবাসা অর্জনে নজর দিচ্ছে বিএনপি।
এর আগে নেতাকর্মীদের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। জনগণের ভালোবাসা অর্জন করুন। তিনি বলেন, কোনো প্রকার অনৈতিক কিংবা অনধিকার চর্চায় লিপ্ত হবেন না। বাংলাদেশের জাতীয়বাদী শক্তির সকল স্তরের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থক শুভাকাক্সক্ষীকে মনে রাখতে হবে, জনগণ বিএনপিকে বিশ্বাস করে। বিএনপি জনগণকে বিশ্বাস করে। কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস্য।
জানা গেছে, গ্রেফতার নেই, জেল নেই, জুলুম নেই, আদালতে প্রতিদিন হাজিরা নেই, আতঙ্ক নেই, উদ্বেগ- উৎকণ্ঠা নেই, প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নেই। এ যেন অন্য রকম এক সময়। যেই সময়ের জন্য বিএনপি নেতাকর্মীদের অপেক্ষা করতে হয়েছে দেড় যুগ। ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পর থেকে দলটির প্রতিকূলতা পিছু ছাড়েনি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত বিএনপি নানা উত্থান-পতনের মধ্যে সময় পার করলেও শেষ ১৮ বছর বিপর্যয় ছিল সবচেয়ে বেশি। তবে সম্প্রতি আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। জনগণের ভালোবাসা অর্জন করুন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির এখন মূল লক্ষ্য-আগামী নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া। এ লক্ষ্যে জনগণের সঙ্গে সম্পর্কোন্নয়নের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিতে দলের তৃণমূল নেতাদের নির্দেশনা দেয়া হয়েছে। দলটি মনে করছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার নির্বাচন। তাই নেতাকর্মীদের জনগণের আস্থা নষ্ট করেÑএমন কাজ পরিহার করে মানুষের পাশে থেকে তাদের মন জয়ের জন্য বলা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে। এ বিষয়ে জানতে চাইলে ৬৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন জিকু বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরুর পর থেকে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার জন্য কাজ করছি। একইসঙ্গে তৃণমূলে দলের সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং শেখ হাসিনা সরকার পতনের আন্দোলন বেগবান করতে তৎপর থাকা দলের নেতাকর্মীদের মনোবল আরও চাঙ্গা রাখার চেষ্টা করছি। একইসঙ্গে জুলাইয়ের আন্দোলনে ক্ষয়ক্ষতির শিকার, হাসপাতালে চিকিৎসাধীন কর্মী-সমর্থকদের খোঁজখবর নিচ্ছি। পাশাপাশি ভারী বর্ষণ ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় দেশের একটি বৃহৎ অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় দলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বন্যাকবলিত এলাকায় ব্যস্ত ত্রাণ কার্যক্রম চালিয়েছি। দলের আদর্শ সমুজ্জ্বল করতে প্রতিটি মানুষের ঘরে ঘরে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান তৃণমূলের বিএনপির এই নেতা। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূলমন্ত্র ছিল গণতন্ত্র, সেই গণতন্ত্রের আকাক্সক্ষাই আজ রচিত হয়েছে ছাত্র-জনতার বিপ্লব, যেমন সেদিন হয়েছিল বাক্শাল দূর করে সিপাহী-জনতার বিপ্লবের ভেতর দিয়ে। বাকশাল দূর করে বাংলাদেশে প্রথমবারের গণতন্ত্রের পুনরুত্থান! স্বাধীনতা ও গতন্ত্রের মন্ত্রে উজ্জীবিত হয়ে যে দলটির সৃষ্টি হয়েছিল। ১৯৭৮-এর ১ সেপ্টেম্বর, সেই দলটিই আজ আবার গণতন্ত্রের নতুন দীক্ষায় দীক্ষিত হয়ে আগামীতে এগিয়ে যাবে নতুন প্রজন্মের জন্য আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। তিনি বলেন, অদূর ভবিষ্যতে এটি হবে এমন এক বাংলাদেশ, যেখানে থাকবে না ক্ষমতার দম্ভ অথবা আস্ফালন, থাকবে না অত্যাচার-নির্যাতন, থাকবে না দুর্নীতি, স্বজনপ্রীতি। তিনি বলেন, বিএনপি অতীতের ভুল ভ্রান্তি দূর করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আওয়ামী লীগের দাম্ভিকতা, দুর্নীতি ও লুটপাটের কারণেই তাদের পতন হয়েছে। আজকে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ গণধিকৃত দলে পরিণত হয়েছে। তাই আমাদেরকে জনগণের মন জয় করে চলতে হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স