ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভাগাড়সহ কোথাও ময়লা পোড়ানো যাবে নাÑ পরিবেশ উপদেষ্টা স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেইÑ স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী আন্দোলনে বিএনপিসহ সমমনারা আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধান হবে জোটের মধ্যে ফাটল ধরেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ বিমানবন্দরে সিকিউরিটি বিভাগে ছন্দপতন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মানুষকে স্বাবলম্বী করবে জামায়াত পৃথক সচিবালয় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে সহায়ক হবে- প্রধান বিচারপতি নতুন পৃথিবী গড়ে তুলতে হবে -সিএমজিকে প্রধান উপদেষ্টা চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধে ফেঁসে যাচ্ছে অ্যাপল বগুড়ার ৭টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা জরুরি আলো জ্বলছিল অ্যাম্বুলেন্সে, তবুও চলে গুলি ভাঙা চোয়াল নিয়ে ৪০ কি.মি. বাস চালিয়ে থানায় চালক পদ্মায় ঘুরতে গিয়ে নৌকা ডুবিতে স্বামী-স্ত্রীর মৃত্যু মূল্যস্ফীতির লাগাম টেনে বিনিয়োগ বাড়ানোই মূল চ্যালেঞ্জ শরীয়তপুরে দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ লাঙ্গলবন্দে মহাঅষ্টমীর স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল আপনার প্রতি অসম্মানজনক আচরণ দেখেছি

আশুলিয়া থানায় ওসির চেয়ারে স্বেচ্ছাসেবক দল নেতা

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৪ ০১:০২:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৪ ০১:০২:৪১ পূর্বাহ্ন
আশুলিয়া থানায় ওসির চেয়ারে স্বেচ্ছাসেবক দল নেতা
গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিট। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে বিভিন্ন বয়সী অন্তত ২০ জন লোক জটলা পাকিয়ে আছে। ওসির চেয়ারে বসে আছেন নীল রঙের পাঞ্জাবি পরা মাঝ বয়সী একজন। একটা সাদা কাগজ সামনে রেখে কথা বলছেন চেয়ারে বসে। কখনো পাশের লোকের সঙ্গে কানে কানে কথা বলছেন।
পুলিশের পোশাক পরা কাউকেই ওই কক্ষে দেখা যায়নি। নীল পাঞ্জাবি পরা লোকটিকে দেখে মনে হচ্ছিল তিনিই আশুলিয়া থানার নবাগত ওসি। কিন্তু পরে খোঁজ নিয়ে জানা গেল, ওসির চেয়ারে বসলেও ওসি নন তিনি। তিনি আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিল্লুর রহমান মাস্টার।
থানার ভেতরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নাম প্রকাশে অনিচ্ছুক আশুলিয়া থানার কয়েকজন পুলিশ সদস্য বলেন, থানায় এখনও ওসির পোস্ট খালি। ওসির কক্ষে বর্তমান পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বসেন।  তারা আরও জানান, ঢাকা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা এলেও ওসির কক্ষে বসেন। চেয়ারে অন্য কে বসে আছে জানতে চাইলে এক পুলিশ সদস্য বলেন, তিনি স্বেচ্ছাসেবক দলের নেতা। তিনি যে চেয়ারটিতে বসেছিলেন মূলত ওই চেয়ারটিতে ওসি পদমর্যাদার কর্মকর্তারা বসেন। এখন বসলে কী করা যাবে। আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই।  ঘটনাস্থলে উপস্থিত সংবাদদাতা স্বেচ্ছাসেবক দল নেতা জিল্লুর রহমানকে প্রশ্ন করেন, আপনি কী থানার নতুন ওসি? থানায় তো ওসির পোস্টটি খালি।
জবাবে তিনি বলেন, আমাকে ওসি তদন্ত বসার অনুমতি দিয়েছেন, এজন্য বসেছি।
এসময় পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান সেখানে উপস্থিত হন। এবং ওই নেতাকে প্রশ্ন না করার অনুরোধ জানান।
যোগাযোগ করা হলে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন বলেন, জিল্লুর রহমানের এক ভাইয়ের নামে ও তার এক কর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। এজন্য তিনি থানায় গিয়েছেন।
ওসির চেয়ারে বসার বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, তিনি ওসির চেয়ারে যে বসেছেন এটা আমি জানি না। উনি একজন শিক্ষিত মানুষ। হয়তো কোনো কর্মকর্তা তাকে বসতে বলেছেন বলেই বসেছেন। এ বিষয়ে মন্তব্য জানতে ঢাকা জেলা পুলিশ সুপার খন্দকার মুঈদের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
সাবেক এসবি প্রধান মনিরুলের দুর্নীতি অনুসন্ধানে তদন্ত কমিটি
স্টাফ রিপোর্টার
সদ্য চাকরিচ্যুত পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলামের অফিস থেকে ২৫ কোটি টাকা গায়েবের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরের স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) ডিআইজি গোলাম কিবরিয়াকে প্রধান করে এ কমিটির করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিআইজি গোলাম কিবরিয়া। তিনি বলেন, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের অফিস থেকে ২৫ কোটি টাকা তছরুপ ও তার বিরুদ্ধে আরও কিছু দুর্নীতির অভিযোগে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আরও দুজন পুলিশ সদস্য রয়েছেন। তিনি আরও বলেন, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পুরো তদন্ত শেষ করতে আরও কিছুদিন সময় লাগবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স