ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
রাফায় অভিযান চালাবেই ইসরাইল

যুদ্ধবিরতির পরিকল্পনা ভেস্তে যাওয়ার শঙ্কা

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৪ ০১:০১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৪ ০১:০১:৪৪ অপরাহ্ন
যুদ্ধবিরতির পরিকল্পনা ভেস্তে যাওয়ার শঙ্কা বেনইয়ামিন নেতানিয়াহু


জনতা ডেস্ক
যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে পৌঁছানো সম্ভব হোক বা না হোক, গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে ইসরাইলএক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, হামাসের সঙ্গে চুক্তি হলেও এবং না হলেও, গাজার রাফাতে হামলা চালাবেন তারানেতানিয়াহুর এই মন্তব্যের পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে যে যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে
সংবাদমাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার হামাসের হামলায় নিহত ইসরাইলি পরিবারের সদস্য এবং উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভিরের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহুএরপর তিনি বলেন, ‘সব লক্ষ্য অর্জিত হওয়ার আগে যুদ্ধ বন্ধ করে দেব এটি আমাদের বিবেচনায় নেইসম্পূর্ণ জয় পেতে আমরা রাফাতে প্রবেশ করব এবং সেখানে থাকা হামাসের ব্যাটালিয়নকে নির্মূল করব- চুক্তি হোক আর না হোকইসরাইলি প্রধানমন্ত্রীর দফতর থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, স্বজন হারানো ইসরাইলিরা প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং নিরাপত্তা পরামর্শক তাচি হানেগবেকি যুদ্ধ বন্ধ না করার আহ্বান জানিয়েছেনতবে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরো বলেছেন, তিনি এমন কোন চুক্তিতে সই করবেন না যেখানে গাজা যুদ্ধ শেষ করার শর্ত থাকবেতিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনী ব্লিঙ্কেনকে এ কথা বলেছেন বলে জানিয়েছে ইসরাইলের গণমাধ্যমগুলোগত বুধবার ইসরাইলের বার্তা সংস্থা ওয়াল্লার বরাত দিয়ে আল জাজিরা জানায়, নেতানিয়াহু বলেছেন যদি হামাস যুদ্ধ শেষ করার জন্য জোর করে, তবে তাদের সঙ্গে চুক্তি করা হবে না এবং রাফাতে সামরিক অভিযান চালাতে বাধ্য হবে ইসরাইলএদিকে ব্লিঙ্কেন ইসরাইল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসরাইলি নেতাদের সঙ্গে দেখা করেছেনতিনি এখন তেল আবিব সফরে আছেনজিম্মিদের মুক্ত করার জন্য যুদ্ধবিরতি চুক্তির এখনই সময়বলে উল্লেখ করেন ব্লিঙ্কেনঅন্যদিকে হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সুহেল আল-হিন্দি জানিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যে ইসরাইলের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব দেবে সংগঠনটিফোনে বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানান তিনিআল-হিন্দি জবাব দেয়ার জন্য কোন সময়ের উল্লেখ করেননিতবে অন্য একটি সূত্র জানিয়েছে, আগামী এক বা দুই দিনের মধ্যে উত্তর আসতে পারে হামাসেরসূত্রের মতে, ইসরাইলের প্রস্তাবে প্রকৃত ছাড়কথাটি অন্তর্ভুক্ত রয়েছেযদিও তারা গাজা উপত্যকা থেকে সেনা সম্পূর্ণ প্রত্যাহার করবে কিনা তা এখনও অনিশ্চিতআল-হিন্দি জোর দিয়েছেন, যে কোনও চুক্তিই হোক তা স্থায়ী হওয়া উচিতএর আগে গাজায় ৪০ দিনের যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব ইসরাইল পাঠিয়েছে হামাসের কাছেহামাস সেটি পর্যালোচনা করে দেখছে

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য