
রাফায় অভিযান চালাবেই ইসরাইল
যুদ্ধবিরতির পরিকল্পনা ভেস্তে যাওয়ার শঙ্কা


জনতা ডেস্ক
যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে পৌঁছানো সম্ভব হোক বা না হোক, গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে ইসরাইল। এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, হামাসের সঙ্গে চুক্তি হলেও এবং না হলেও, গাজার রাফাতে হামলা চালাবেন তারা। নেতানিয়াহুর এই মন্তব্যের পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে যে যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার হামাসের হামলায় নিহত ইসরাইলি পরিবারের সদস্য এবং উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভিরের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। এরপর তিনি বলেন, ‘সব লক্ষ্য অর্জিত হওয়ার আগে যুদ্ধ বন্ধ করে দেব এটি আমাদের বিবেচনায় নেই। সম্পূর্ণ জয় পেতে আমরা রাফাতে প্রবেশ করব এবং সেখানে থাকা হামাসের ব্যাটালিয়নকে নির্মূল করব- চুক্তি হোক আর না হোক।’ ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতর থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, স্বজন হারানো ইসরাইলিরা প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং নিরাপত্তা পরামর্শক তাচি হানেগবেকি যুদ্ধ বন্ধ না করার আহ্বান জানিয়েছেন। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরো বলেছেন, তিনি এমন কোন চুক্তিতে সই করবেন না যেখানে গাজা যুদ্ধ শেষ করার শর্ত থাকবে। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনী ব্লিঙ্কেনকে এ কথা বলেছেন বলে জানিয়েছে ইসরাইলের গণমাধ্যমগুলো। গত বুধবার ইসরাইলের বার্তা সংস্থা ওয়াল্লার বরাত দিয়ে আল জাজিরা জানায়, নেতানিয়াহু বলেছেন যদি হামাস যুদ্ধ শেষ করার জন্য জোর করে, তবে তাদের সঙ্গে চুক্তি করা হবে না এবং রাফাতে সামরিক অভিযান চালাতে বাধ্য হবে ইসরাইল। এদিকে ব্লিঙ্কেন ইসরাইল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসরাইলি নেতাদের সঙ্গে দেখা করেছেন। তিনি এখন তেল আবিব সফরে আছেন। জিম্মিদের মুক্ত করার জন্য যুদ্ধবিরতি চুক্তির ‘এখনই সময়’ বলে উল্লেখ করেন ব্লিঙ্কেন। অন্যদিকে হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সুহেল আল-হিন্দি জানিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যে ইসরাইলের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব দেবে সংগঠনটি। ফোনে বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানান তিনি। আল-হিন্দি জবাব দেয়ার জন্য কোন সময়ের উল্লেখ করেননি। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, আগামী এক বা দুই দিনের মধ্যে উত্তর আসতে পারে হামাসের। সূত্রের মতে, ইসরাইলের প্রস্তাবে ‘প্রকৃত ছাড়’ কথাটি অন্তর্ভুক্ত রয়েছে। যদিও তারা গাজা উপত্যকা থেকে সেনা সম্পূর্ণ প্রত্যাহার করবে কিনা তা এখনও অনিশ্চিত। আল-হিন্দি জোর দিয়েছেন, যে কোনও চুক্তিই হোক তা স্থায়ী হওয়া উচিত। এর আগে গাজায় ৪০ দিনের যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব ইসরাইল পাঠিয়েছে হামাসের কাছে। হামাস সেটি পর্যালোচনা করে দেখছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ