ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সংখ্যালঘু ঐক্য মোর্চার সংবাদ সম্মেলন নিয়ে পুলিশের ব্যাখ্যা ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের মাদরাসায় ইংরেজি চর্চা করা উচিত : ধর্ম উপদেষ্টা বছরের পর বছর অপেক্ষা মিলছে না ড্রাইভিং লাইসেন্স মারা গেলেন জনপ্রিয় কে-ড্রামা অভিনেত্রী কাং সিও হা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসার দুই কমান্ডার নিহত

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ০২:৫৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ০২:৫৭:২৪ অপরাহ্ন
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসার দুই কমান্ডার নিহত
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে আরসার দুই কমান্ডার নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও একজন।
গতকাল বুধবার ভোরে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৫ ব্লকের মারকাজ মসজিদের পাশের এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল।
নিহতরা হলেন- ওই ক্যাম্পের এম-২৫ ব্লকের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) এবং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের গনি মিয়ার ছেলে রহমত উল্লাহ (২৫)।
আহত মোহাম্মদ আব্দুল্লাহ (৩১) উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৯ ব্লকের হামিদ হোসেনের ছেলে।
এডিআইজি মোহাম্মদ ইকবাল বলেন, ভোরে ক্যাম্পের মসজিদের পাশে ‘সন্ত্রাসী সংগঠন আরসার’ কমান্ডার ইমাম হোসেন ও রহমত উল্লাহসহ আরও কয়েকজন অবস্থান করছিলেন।
এ সময় ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ২০ থেকে ৩০ জন সেখানে প্রবেশ করে তাদের ওপর গুলি ছুড়তে থাকেন। পরে হামলাকারীরা পালিয়ে যান।
তিনি বলেন, হামলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ইমাম হোসেন ও রহমত উল্লাহ মারা যান। গুলিবিদ্ধ অন্যজনকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান মোহাম্মদ ইকবাল।
তিনি বলেন, নিহত দুইজন মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার কমান্ডার। তাদের বিরুদ্ধে খুন, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, প্রাথমিকভাবে এমটা ধারণা করা হচ্ছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য