
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পরে কারখানায় আগুন
- আপলোড সময় : ১২-০৯-২০২৪ ১২:৪১:২৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-০৯-২০২৪ ১২:৪১:২৮ পূর্বাহ্ন


বিগবস নামের একটি কারখানায় আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়। সেখানে বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা ফিরে আসে
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার গোডাউনে শ্রমিকরা আগুন দিয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানিয়েছে।
গতকাল বুধবার বেলা ১২টার দিকে নগরীর কাশিমপুর থানার ভবানীপুর এলাকার ‘বিগবস’ নামের কারখানাটিতে আগুন দেয়া হয় বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের গাড়ি ভাঙচুর করে। এ খবর লেখা পর্যন্ত কারখানায় আগুন জ্বলছে।
দুপুরে প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিগবস কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। তারা রাস্তাও অবরোধ করে রাখে। এরপর বেলা ১২টার দিকে একদল বিক্ষুব্ধ শ্রমিক ওই কারখানায় আগুন ধরিয়ে দেয়। পরে তারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়ে রেখেছে। এখন পর্যন্ত আগুন জ্বলছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বিগবস নামের একটি কারখানায় আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়। সেখানে বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা ফিরে আসে।
পরে কাশিমপুর মিনি ফায়ার স্টেশন ও সারাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আবারও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
তিনি বলেন, শ্রমিকরাই কারখানায় আগুন দিয়েছে বলে পরে জানতে পেরেছি।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ