ঢাকা , সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হাছান মাহমুদ ও তার স্ত্রীর নামে মামলা করবে দুদক যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ৬৬ লাখ টাকা টোল আদায় ভাড়া বেশি নেয়ার প্রতিবাদ করায় বাসের ভেতরেই যাত্রীকে ছুরিকাঘাত বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক ভোটের প্রস্তুতিতে সংস্কার প্রস্তাবে গুরুত্ব কম ওয়াকফ আইন পুনর্বিবেচনা করতে ভারতকে আহ্বান বিএনপি’র কক্সবাজারে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, মসজিদের খতিবসহ নিহত ৩ ছুটির পর শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর ঢাবি ক্যাম্পাস অবশেষে লম্বা ছুটি কাটিয়ে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল-স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য বৃদ্ধির পরিকল্পনা অর্থনীতি স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ-অর্থ উপদেষ্টা আওয়ামী রাজনীতি আর ভারতের দাদাগিরি চলবে না -জাগপা আ’লীগপন্থী ৭২ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ শুল্ক নিয়ে ট্রাম্প ও মার্কিন প্রশাসনকে চিঠি দেবে বাংলাদেশ ছুটির পর সচিবালয় খোলার দিনে ঈদের আমেজ চেনা রূপে ফিরেছে রাজধানী বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে আজ জলবায়ু পরিবর্তনে উপকূলীয় অধিবাসীরা হচ্ছে অভিবাসী গোপালগঞ্জে মামলার ভয় দেখিয়ে ওসির রমরমা বাণিজ্য

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পরে কারখানায় আগুন

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ১২:৪১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ১২:৪১:২৮ পূর্বাহ্ন
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পরে কারখানায় আগুন গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার গোডাউনে বিক্ষুদ্ধ শ্রমিকরা আগুন দিয়েছে। বুধবার বেলা ১২টার দিকে নগরীর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় ‘বেক্সিমকো কারখানার’ শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভের এক পর্যায়ে ‘বিগবস কর্পোরেশনের লিমিটেড কারখানার’ ওয়্যার হাউজে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের গাড়ি ভাঙচুর করে

বিগবস নামের একটি কারখানায় আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়। সেখানে বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা ফিরে আসে
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার গোডাউনে শ্রমিকরা আগুন দিয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানিয়েছে।
গতকাল বুধবার বেলা ১২টার দিকে নগরীর কাশিমপুর থানার ভবানীপুর এলাকার ‘বিগবস’ নামের কারখানাটিতে আগুন দেয়া হয় বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের গাড়ি ভাঙচুর করে। এ খবর লেখা পর্যন্ত কারখানায় আগুন জ্বলছে।
দুপুরে প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিগবস কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। তারা রাস্তাও অবরোধ করে রাখে। এরপর বেলা ১২টার দিকে একদল বিক্ষুব্ধ শ্রমিক ওই কারখানায় আগুন ধরিয়ে দেয়। পরে তারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়ে রেখেছে। এখন পর্যন্ত আগুন জ্বলছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বিগবস নামের একটি কারখানায় আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়। সেখানে বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা ফিরে আসে।
পরে কাশিমপুর মিনি ফায়ার স্টেশন ও সারাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আবারও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
তিনি বলেন, শ্রমিকরাই কারখানায় আগুন দিয়েছে বলে পরে জানতে পেরেছি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স