ঢাকা , বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ , ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এবারের অস্কারে চূড়ান্ত মনোনয়ন পেল যে সিনেমাগুলো অবশেষে নীরবতা ভাঙলেন এড শেরন দর্শকদের ওপর মেজাজ হারালেন সোনু নিগম বরুণের হাতে কি হয়েছে? ছবি দেখে চিন্তিত ভক্তরা আইসিইউতে শিল্পী প্রতুল মুখোপাধ্যায় সুস্থ হয়েই গানের মঞ্চে সাবিনা ইয়াসমিন ভালোবাসা দিবসে প্রকাশ পাবে ফাহিমের নতুন গান ভক্তদের জন্য কষ্টের গান গাইবেন আসিফ ডিবি পরিচয়ে ডাকাতি, যুবলীগ নেতাসহ গ্রেফতার ১২ ডিবি পরিচয়ে ডাকাতি, যুবলীগ নেতাসহ গ্রেফতার ১২ নিখোঁজের ৫৪ ঘণ্টা পর কামরাঙ্গীরচর থেকে উদ্ধার অন্তর খুবই দুঃখজনক মুক্তিযোদ্ধাকে অপমানিত করা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদ বিলুপ্তির সুপারিশ ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে ইসি ম্যাটস শিক্ষার্থীদের দাবির বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে-স্বাস্থ্য মন্ত্রণালয় নির্বাচন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর : প্রেস সচিব বেনজীরকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারির আদেশ ১০ দিনের জন্য আন্দোলন স্থগিত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনরায় ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু অপরিবর্তিত আছে বেসরকারি ঋণ ও নীতি সুদহার মুদ্রানীতি ঘোষণা

চসিকে নিয়োগ পরীক্ষার নম্বরপত্র ও মেধাতালিকা গায়েব

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ১২:১৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ১২:১৩:০২ পূর্বাহ্ন
চসিকে নিয়োগ পরীক্ষার নম্বরপত্র ও মেধাতালিকা গায়েব
সাবেক সচিবকে তলব
* দুই বছর আগে যান্ত্রিক, পুরকৌশল ও বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী নিয়োগে পরীক্ষা হয়
* ২০২২ সালের ২ সেপ্টেম্বর লিখিত ও ১৭ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়
* একই বছরের ডিসেম্বরে তিন বিভাগে ১১ জন প্রকৌশলী নিয়োগ    দেয়া হয়


চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকৌশলী নিয়োগ পরীক্ষার নম্বরপত্র ও মেধাতালিকা পাওয়া যাচ্ছে না। নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া এক পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করলে এ ঘটনা ধরা পড়ে। এ ব্যাপারে ব্যাখ্যা দিতে ওই সময়ে সিটি করপোরেশনের সচিবের দায়িত্বে থাকা খালেদ মাহমুদকে তলব করা হয়েছে। তিনি বর্তমানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক হিসেবে কর্মরত। ৫ সেপ্টেম্বর তাকে চিঠি দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার সিটি করপোরেশনে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দুই বছর আগে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। সিটি করপোরেশন সূত্র জানায়, যান্ত্রিক, পুরকৌশল ও বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী নিয়োগে ২০২২ সালের ২ সেপ্টেম্বর লিখিত ও ১৭ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই বছরের ডিসেম্বরে তিন বিভাগে ১১ জন প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়। সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া অনুপম আজিম নামের এক পরীক্ষার্থী সিটি করপোরেশনের মেয়র বরাবর গত ১৮ আগস্ট ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করেন। আবেদনে লিখিত ও মৌখিক পরীক্ষা ভালো হওয়ার পরও নিয়োগ না দিয়ে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করা হয়। খালেদ মাহমুদকে তলব করে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ফল পুনর্নিরীক্ষণের জন্য সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের একজন পরীক্ষার্থী মেয়র বরাবরে আবেদন করেন। এ বিষয়ে সচিব, স্থানীয় সরকার বিভাগের অফিস থেকেও চট্টগ্রাম সিটি করপোরেশনের কার্যক্রম জানতে চাওয়া হয়েছে। কিন্তু পরীক্ষার নম্বরপত্র ও মেধাতালিকা বিষয়ে সংশ্লিষ্ট কর্মচারীদের জিজ্ঞেস করলে তারা ওই পদের লিখিত ও মৌখিক পরীক্ষার ফল তাদের দেওয়া হয়নি বলে জানান। চিঠিতে আরও বলা হয়, নিয়োগ কার্যক্রম সম্পাদন করলে মেধাতালিকা নথিতে থাকা আবশ্যিক হলেও নথিতে প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। দাপ্তরিক প্রধান হিসেবে এ-সংক্রান্ত কাগজপত্র সংরক্ষণ করা আপনার কার্যপরিধিভুক্ত বিষয়ের মধ্যে পড়ে। এ ব্যাপারে জানতে সাবেক সচিব খালেদ মাহমুদের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স