ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে রাজনৈতিক দলগুলো কর্মসূচির মাধ্যমে নজীর সৃষ্টি করবে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে চীন ইতিবাচক-ফখরুল ভুল থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রীয় স্বার্থে দায়িত্বশীল হতে হবে-এনবিআর চেয়ারম্যান এনবিআরে কাজ শুরু পুরোদমে স্বাভাবিক দফতরের কার্যক্রম বহুজাতিকের শেয়ারও ছাড়ছে বিদেশিরা আজ বিএনপির কর্মসূচিতে খালেদা-তারেকের বার্তা থাকবে আশা রিজভীর

জিম্বাবুয়ের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৪ ১২:৫৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৪ ১২:৫৬:০১ অপরাহ্ন
জিম্বাবুয়ের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না জিম্বাবুয়ের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না

স্পোর্টস ডেস্ক
আর কয়েক সপ্তাহ পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপতার আগে বাংলাদেশ দলের খুব বেশি প্রস্তুতি নেওয়ার সুযোগ নেইজিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টির পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলেই বিশ্বকাপের ময়দানে নেমে যেতে হবেশুক্রবার চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের শেষের প্রস্তুতি! কাগজে-কলমে জিম্বাবুয়ে কঠিন কোন প্রতিপক্ষ নয়পরিসংখানও সেটাই বলেটি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়েতার মধ্যে বাংলাদেশ ১৩টি ও জিম্বাবুয়ে ৭টিতে জিতেছেসর্বশেষ ২০২২ সালে ৩০ অক্টোবর ব্রিসবেনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও জিম্বাবুয়েকে ৩ রানে হারায় তারাএবারও সহজেই জিম্বাবুয়ে হারানোর কথাকিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জিম্বাবুয়েকে সমীহই করছেনশুক্রবার ম্যাচ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেইআপনি যেটা বললেন, জিম্বাবুয়ে উগান্ডার কাছে হেরে গেছেএই জিম্বাবুয়ে কিন্তু কিছুদিন আগে শ্রীলঙ্কাকেও হারিয়েছেওইরকম চিন্তা করলে খুব বেশি পার্থক্য মনে হয় নাএখানে ম্যাচটা কীভাবে খেলছি, কীভাবে প্রস্তুত হচ্ছি, নিজেদের আত্মবিশ্বাস কীভাবে গড়ে তুলছি...এতটুকু বলতে পারি, সিরিজটা এত সহজ হবে নাঅনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই হবেকারণ তারাও অনেক ভালো দলজিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের চেয়ে জরুরি বিশ্বকাপের কম্বিনেশন তৈরি করাকোথায় দুর্বলতা আছে সেগুলো খুঁজে বের করাঅধিনায়ক শান্তর ফোকসও সেদিকেই, ‘নির্দিষ্ট করে তিন-চারটা পয়েন্টে মনোযোগ থাকবে এভাবে বলা মুশকিলআমি চাইবো প্রত্যেকটা জায়গায় যেন ফোকাস থাকেপ্রত্যেকটা জায়গায় যেন ভালোভাবে প্রস্তুত হয়ে বিশ্বকাপে যেতে পারিতবে বিশ্বকাপে যাওয়ার আগে জয়ের সুখস্মৃতি নিয়েই যেতে চান শান্তপ্রথমে সিরিজ জয়, তারপরও অন্য কিছুবিশ্বকাপের কম্বিনেশন করতে গিয়ে কোনোভাবেই জিম্বাবুয়ের বিপক্ষে হারতেও চায় না তারা, ‘প্রথমত অধিনায়ক হিসেবে এই সিরিজটা জিততে চাইএটাই প্রথম লক্ষ্যআর বিশ্বকাপের প্রস্তুতি তো অবশ্যই, ওটা আমাদের মাথায় থাকবেপ্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে দেখবো কিংবা অনেক পরীক্ষা-নিরীক্ষা করবো তাও না
পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হবে না এ কারণে যে ১৫ টা প্লেয়ার এখানে আছে, সবাই সমর্থ্য জিম্বাবুয়েকে হারানোর জন্যআমরা ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যেতে চাইসাম্প্রতিক সময়ে দলকে ফিল্ডিংয়ে ভুগতে হয়েছেএই অবস্থায় ফিল্ডিংয়ে নিজেদের উন্নতির বিকল্প দেখেন না অধিনায়ক, ‘ফিল্ডিংয়ে মিসটেক কখন হয়েছে আমার ঠিক মনে নেইৃভিন্ন ফরম্যাটহ্যাঁ, ফিল্ডিংটা অনেক গুরুত্বপূর্ণপ্রত্যেকটা দলেরই আসল লক্ষ্য থাকে ফিল্ডিংটা কীভাবে আরও ভালো করবোআমাদের ফিল্ডিররা মাঠে ইনটেন্ট শো করার চেষ্টা করে এবং কারও উন্নতির দরকার হলে সেটা নিয়ে তারা কাজ করছেএখন পর্যন্ত ফিল্ডিংয়ের দিক থেকে আমাদের এই দলটা ভালো অবস্থায় আছেতীব্র গরমে জনজীবন স্থবিরএই অবস্থায় উইকেট বেশ শুষ্কই হওয়ার কথাপ্রচণ্ড রোদে মাঠের ঘাসগুলোও শ্রীহীন হয়ে গেছে
যদিও চট্টগ্রামের ম্যাচের আগের দিন বৃষ্টি হয়েছেতবু উইকেট ব্যাটিং সহায়ক হওয়ার সম্ভাবনাই বেশিশান্ত অবশ্য উইকেট নিয়ে ভাবতে চান না
তার বিশ্বাস চট্টগ্রামে হাইস্কোরিং ম্যাচই হবে, ‘উইকেট নিয়ে আমরা অনেক বেশি কথা বলছিলাম না, অন্য বিষয় নিয়ে কথা বলছিলামউইকেট নিয়ে যতটুকু কথা বলার বলেছিকিন্তু চট্টগ্রামে সাধারণত ভালো উইকেট থাকে, অনেক রান হয়
এটা একটা ধারণা, বা আগেও হয়ে আসছেকিন্তু ওই দিনে কত রান হবে, বা কী ধরণের স্কোর চেজ করা যাবে বা ডিফেন্ড করা যাবে; এটা ওইদিন খেলা শুরু হলে বোঝা যাবেআশা করছি যে হাইস্কোরিং ম্যাচই হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য