আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে নকল ধান বীজ রোপণ করার ১ মাসের মধ্যে চারায় ধান আসায় চরম বিপাকে পড়েছেন উপজেলার গোছখালী গ্রামের প্রায় অর্ধশত কৃষক। কৃষকরা ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন।
গত সোমবার বেলা ১১টায় গোছখালী গ্রামে কৃষক মজিবুর রহমানের নেতৃত্বে নকল বীজ বিক্রয় প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণের দাবিতে এ মানববন্ধন করেন।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, স্থানীয় ডিলার মো. চাঁন মিয়ার কাছ থেকে ১ মাস আগে প্রাইম কোম্পানির লাল গুটি স্বর্না বীজধান ক্রয় করে রোপণ করেন। কিন্তু ধান বিজ রোপণের ১ মাসের মধ্যে ধান চারার গর্ভে ধান চলে এসেছে। এতে গোছখালী গ্রামের ৫০ একর জমির ধানের চারা নষ্ট হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক ওসমান গনি, মনিরুল, বেল্লাল, মজিবর খলিফা, আব্দুর রব মনির, আমজেদ তালুকদার, রফিক, আল আমিন, সাইদুল, হানিফ, জামাল গাজী, জালাল প্যাদা, মহসিন প্যাদা, চান মিয়া তালুকদার, ছালাম মোল্লা, আল আমিন বলেন, আমরা কৃষকরা স্থানীয় ডিলার মো. চাঁন মিয়ার কাছ থেকে ৭৭০ টাকা করে প্রাইম কোম্পানির ১ কেজির বস্তার লাল গুটি স্বর্না ধান বিজ ক্রয় করে ধান চারার জন্য রোপণ করি। কিন্তু রোপণের ১ মাসের মধ্যে ধান চারায় থোড় ধরেছে (ধান চারায় ধান ফলেছে) এখন আমাদের কৃষকদের প্রায় ৫০ একর জমিতে ধানের চারা রোপণ করতে পারবো না। এখন নতুন করে চারা করার সময় ও নাই আর কোথায় ও চারা বিজ পাওয়া যাচ্ছে না।আমরা ক্ষতিগ্রস্তরা ধান বিজ বিক্রয়কারী প্রতিষ্ঠান ইউনুস এন্ড সন্স-এর ডিলারের কাছ থেকে ক্ষতিপূরণ ও তার বিচারের দাবি জানাই উপজেলা প্রশাসনের কাছে।
এ ব্যাপারে স্থানীয় ডিলার মো. চান মিয়া বলেন, আমতলী হাসপাতাল রোডের ইউনুস এন্ড সন্স-এর ডিলার ইউনুস মিয়ার কাছ থেকে এই বিজ পাইকারি ক্রয় করে কৃষকদের কাছে বিক্রি করেছি। বিষয়টি ইউনুস ডিলারকে জানানো হয়েছে। আমি ও ইউনুস ডিলারের বিচার চাই।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
