ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

আমতলীতে নকল বীজে কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ১২:০৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ১২:০৬:৪৩ পূর্বাহ্ন
আমতলীতে নকল বীজে কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন
আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে নকল ধান বীজ রোপণ করার ১ মাসের মধ্যে চারায় ধান আসায়  চরম বিপাকে পড়েছেন উপজেলার গোছখালী গ্রামের প্রায় অর্ধশত কৃষক। কৃষকরা ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন।
গত সোমবার বেলা ১১টায় গোছখালী গ্রামে কৃষক মজিবুর রহমানের নেতৃত্বে নকল বীজ বিক্রয় প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণের দাবিতে এ মানববন্ধন করেন।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, স্থানীয় ডিলার মো. চাঁন মিয়ার  কাছ থেকে ১ মাস আগে  প্রাইম কোম্পানির  লাল গুটি স্বর্না বীজধান ক্রয় করে রোপণ করেন। কিন্তু ধান বিজ রোপণের ১ মাসের মধ্যে ধান চারার গর্ভে ধান চলে এসেছে। এতে  গোছখালী গ্রামের  ৫০ একর জমির ধানের চারা নষ্ট হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক  ওসমান গনি, মনিরুল, বেল্লাল, মজিবর খলিফা, আব্দুর রব মনির, আমজেদ তালুকদার, রফিক, আল আমিন, সাইদুল, হানিফ, জামাল গাজী, জালাল প্যাদা, মহসিন প্যাদা, চান মিয়া তালুকদার, ছালাম মোল্লা, আল আমিন  বলেন,  আমরা কৃষকরা স্থানীয় ডিলার মো. চাঁন মিয়ার কাছ থেকে ৭৭০ টাকা করে প্রাইম কোম্পানির ১ কেজির বস্তার লাল গুটি স্বর্না ধান বিজ ক্রয় করে  ধান চারার জন্য রোপণ করি। কিন্তু রোপণের ১ মাসের মধ্যে ধান চারায় থোড় ধরেছে (ধান চারায় ধান ফলেছে) এখন আমাদের কৃষকদের প্রায় ৫০ একর জমিতে ধানের চারা রোপণ করতে পারবো না। এখন নতুন করে চারা করার সময় ও নাই  আর কোথায় ও চারা বিজ পাওয়া যাচ্ছে না।আমরা ক্ষতিগ্রস্তরা  ধান বিজ বিক্রয়কারী প্রতিষ্ঠান ইউনুস এন্ড সন্স-এর  ডিলারের কাছ থেকে ক্ষতিপূরণ ও তার বিচারের দাবি জানাই উপজেলা প্রশাসনের কাছে।
এ ব্যাপারে  স্থানীয় ডিলার মো. চান মিয়া বলেন, আমতলী হাসপাতাল রোডের ইউনুস  এন্ড সন্স-এর ডিলার ইউনুস মিয়ার কাছ থেকে এই বিজ  পাইকারি ক্রয় করে কৃষকদের কাছে বিক্রি করেছি। বিষয়টি ইউনুস ডিলারকে জানানো হয়েছে। আমি ও ইউনুস ডিলারের বিচার চাই।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য