ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাবিতে তিন কর্মকর্তাকে পুলিশে দিলো সাবেক শিক্ষার্থীরা কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২১৮ মেগাওয়াট নোয়াখালীতে বাসে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল গ্রেফতার ২ লাগাতার বৃষ্টিতে ৩শ’ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত জনজীবনে দুর্ভোগ পরিবারের কাছে ফিরলো কেন্দুয়ায় পাওয়া মানসিক ভারসাম্যহীন তরুণী ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু পঞ্চগড়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন বিএসএফ’র ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৫ জন কিশোরগঞ্জে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন রাস্তার কাজ শেষ না করেই বিল পাস গাজীপুরে বিএনপি নেতার নামে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ বখাটের ছুরিকাঘাত থেকে কিশোরীকে বাঁচাতে গিয়ে দাদি ভাবি নিহত সিলেটে পিডিবি প্রিপেইড বিদ্যুৎ মিটারে বেড়েছে ভোগান্তি নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে- রিজভী বঞ্চিতদের পদোন্নতির পুনর্বিবেচনায় সাত শতাধিক কর্মকর্তা বাংলাদেশে সাহসী সংস্কারেই টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সম্ভব : জোহানেস জুট এ সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে-আইন উপদেষ্টা সীমান্ত হত্যায় জড়িতদের বিরুদ্ধে ভারতীয় আইনেই বিচার চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ নিয়োগ-পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় যাচাই প্রথা বাতিলের সুপারিশ

‘কমলাকে ভোট দেব’, বললেন টেইলর সুইফট

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ১২:০৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ১২:০৩:৩১ পূর্বাহ্ন
‘কমলাকে ভোট দেব’, বললেন টেইলর সুইফট
মার্কিন প্রেসিডেন্সিয়াল ডিবেটে মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। বিতর্ক শেষে কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছেন পপ মেগাতারকা টেইলর সুইফট।
গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।
টেইলর কমলা হ্যারিসকে একজন ‘অবিচল, প্রতিভাবান নেতা’ হিসেবে অভিহিত করে বলেন, তিনি গোলযোগ সৃষ্টির পরিবর্তে দেশকে শান্তিপূর্ণভাবে নেতৃত্ব দিতে সক্ষম।
ইনস্টাগ্রামে তার ২৮ কোটি ফলোওয়ারের উদ্দেশে দেয়া পোস্টে টেইলর জানান, তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টকেই ৫ নভেম্বরের নির্বাচনে ভোট দেবেন। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এই পোস্টে ৪৮ লাখেরও বেশি লাইক পড়েছে।
এখন পর্যন্ত কমলার পক্ষে প্রকাশ্যে সমর্থন জানানো তারকাদের মধ্যে টেইলরই সবচেয়ে খ্যাতিমান।
সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দুই প্রার্থীর জনপ্রিয়তা প্রায় কাছাকাছি।
আমি কমলা হ্যারিস ও টিম ওয়ালজকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেব। আমি কমলাকে ভোট দেব কারণ আমি বিশ্বাস করি, তিনি এমন সব অধিকার ও উদ্যোগ নিয়ে কাজ করছেন, যেগুলোর বাস্তবায়নের জন্য একজন প্রকৃত যোদ্ধা প্রয়োজন।
ইনস্টাগ্রামে পোষা বেড়ালকে কোলে নিয়ে ছবি দেন টেইলর। সেখানে তিনি নিজেকে ‘নিঃসন্তান বেড়ালমানবী’ বলে আখ্যায়িত করেন। এ কথার মাধ্যমে তিনি ট্রাম্পের রানিং মেট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্সকে খোঁচা দেন। ২০২১ সালের এক সাক্ষাৎকারে তিনি কয়েকজন ডেমোক্র্যাট নেতাকে ‘এক দল নিঃসন্তান বেড়ালমানবী’ বলে অপমান করার চেষ্টা করেন।
তবে পরবর্তীতে তিনি দাবি করেন, এটা ছিল বিছক বিদ্রুপ বা সারক্যাজম।
২০২০ সালের নির্বাচনেও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের পক্ষে ছিলেন টেইলর।
ইতোমধ্যে কমলা হ্যারিসকে হলিউডের অসংখ্য অভিনেতা, পরিচালক ও চিত্রনির্মাতা সমর্থন জানিয়েছেন। তারা বলেন, ক্যালিফোর্নিয়ার অধিবাসী কমলাকে তারা ‘নিজেদের’ প্রার্থী মনে করেন।
কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ একজন সাবেক আইনজীবী। তিনি মূলত হলিউডের আইনজীবীদের আইনি সেবা দিতেন।
কমলা ও এমহফের লস আঞ্জেলসের ব্রেন্টউডে তারকাদের মহল্লায় একটি বাড়ি আছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স