ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিষাক্ত মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যায় এরিন প্যাটারসন দোষী সাব্যস্ত মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭ ব্রাজিলে ব্রিকস নেতাদের বৈঠকে ট্রাম্পের অতিরিক্ত ১০% শুল্ক আরোপের হুমকি যুদ্ধবিরতির আভাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৮২ ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, অচল বন্দর-বিদ্যুৎকেন্দ্র টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১ ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা ৩০ বছরের আধিপত্য ধরে রাখল অস্ট্রেলিয়া গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে ইউরোপের বদলে নেপালের পথেই বাংলাদেশ, সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার জঙ্গিসংশ্লিষ্টতা তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত

‘কমলাকে ভোট দেব’, বললেন টেইলর সুইফট

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ১২:০৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ১২:০৩:৩১ পূর্বাহ্ন
‘কমলাকে ভোট দেব’, বললেন টেইলর সুইফট
মার্কিন প্রেসিডেন্সিয়াল ডিবেটে মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। বিতর্ক শেষে কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছেন পপ মেগাতারকা টেইলর সুইফট।
গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।
টেইলর কমলা হ্যারিসকে একজন ‘অবিচল, প্রতিভাবান নেতা’ হিসেবে অভিহিত করে বলেন, তিনি গোলযোগ সৃষ্টির পরিবর্তে দেশকে শান্তিপূর্ণভাবে নেতৃত্ব দিতে সক্ষম।
ইনস্টাগ্রামে তার ২৮ কোটি ফলোওয়ারের উদ্দেশে দেয়া পোস্টে টেইলর জানান, তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টকেই ৫ নভেম্বরের নির্বাচনে ভোট দেবেন। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এই পোস্টে ৪৮ লাখেরও বেশি লাইক পড়েছে।
এখন পর্যন্ত কমলার পক্ষে প্রকাশ্যে সমর্থন জানানো তারকাদের মধ্যে টেইলরই সবচেয়ে খ্যাতিমান।
সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দুই প্রার্থীর জনপ্রিয়তা প্রায় কাছাকাছি।
আমি কমলা হ্যারিস ও টিম ওয়ালজকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেব। আমি কমলাকে ভোট দেব কারণ আমি বিশ্বাস করি, তিনি এমন সব অধিকার ও উদ্যোগ নিয়ে কাজ করছেন, যেগুলোর বাস্তবায়নের জন্য একজন প্রকৃত যোদ্ধা প্রয়োজন।
ইনস্টাগ্রামে পোষা বেড়ালকে কোলে নিয়ে ছবি দেন টেইলর। সেখানে তিনি নিজেকে ‘নিঃসন্তান বেড়ালমানবী’ বলে আখ্যায়িত করেন। এ কথার মাধ্যমে তিনি ট্রাম্পের রানিং মেট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্সকে খোঁচা দেন। ২০২১ সালের এক সাক্ষাৎকারে তিনি কয়েকজন ডেমোক্র্যাট নেতাকে ‘এক দল নিঃসন্তান বেড়ালমানবী’ বলে অপমান করার চেষ্টা করেন।
তবে পরবর্তীতে তিনি দাবি করেন, এটা ছিল বিছক বিদ্রুপ বা সারক্যাজম।
২০২০ সালের নির্বাচনেও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের পক্ষে ছিলেন টেইলর।
ইতোমধ্যে কমলা হ্যারিসকে হলিউডের অসংখ্য অভিনেতা, পরিচালক ও চিত্রনির্মাতা সমর্থন জানিয়েছেন। তারা বলেন, ক্যালিফোর্নিয়ার অধিবাসী কমলাকে তারা ‘নিজেদের’ প্রার্থী মনে করেন।
কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ একজন সাবেক আইনজীবী। তিনি মূলত হলিউডের আইনজীবীদের আইনি সেবা দিতেন।
কমলা ও এমহফের লস আঞ্জেলসের ব্রেন্টউডে তারকাদের মহল্লায় একটি বাড়ি আছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ