ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া ছেলেকে স্কুলে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব নিজের অভিনীত সিনেমা দেখে আবেগে কেঁদে দিলেন ‘দ্য রক’ জটিল রোগে ভুগছেন জাংকুক সরকারের ওপর চাপ বেড়েছে ঋণ পরিশোধের কোনো ব্লেম নিতে রাজি নই শেষ পর্যন্ত যুদ্ধ করবো-সিইসি ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের হাইকোর্টের আদেশ স্থগিত ডাকসু নির্বাচনে বাধা নেই তিন প্যানেলের ইশতেহার ঘোষণা সবারই প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না : ছাত্রদল হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রভাব: চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়ালো
প্রায় দেড় ঘণ্টা ধরে এই সংঘর্ষের কারণে সায়েন্স ল্যাবরেটরি থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়

দুই কলেজের ছাত্রদের সংঘর্ষ সায়েন্স ল্যাবে যানজট

  • আপলোড সময় : ১১-০৯-২০২৪ ১২:৩৫:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৪ ১২:৩৫:১৫ পূর্বাহ্ন
দুই কলেজের ছাত্রদের সংঘর্ষ সায়েন্স ল্যাবে যানজট রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত অন্তত ১৮ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার বেলা একটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার দুপুরে প্রায় দেড় ঘণ্টা ধরে তাদের এই সংঘর্ষের কারণে সায়েন্স ল্যাবরেটরি থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় ভায়াবহ যানজটের সৃষ্টি হয়।
নিউ মার্কেট থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আমি শুনেছি প্রথম বর্ষের ছাত্রদের সাথে বড়দের কোনো বিষয় নিয়ে গণ্ডগোল হয়েছে। এর জেরে দুই কলেজের মধ্যে সংঘর্ষ বাঁধে।
রাস্তায় থাকা বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের বোঝানো হচ্ছে জানিয়ে বিকেল সোয়া ৩টার দিকে ওসি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে কিছুটা উত্তেজনা আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার পর থেকে আইডিয়াল কলেজের সামনে উত্তেজনা দেখা দেয়। কেউ কেউ তখন বলছিলেন, ঢাকা কলেজের এক শিক্ষার্থী আইডিয়াল কলেজে এসে মারধরের শিকার হয়েছেন।
এরপর বেলা ২টার দিকে আইডিয়াল কলেজ থেকে ছাত্ররা বের হয়ে মিরপুর সড়কে যান। পাশাপাশি ঢাকা কলেজের শিক্ষার্থীরা বের হয়ে সায়েন্স ল্যাবরেটরি পেরিয়ে সিটি কলেজের মোড়ে এলে সংঘর্ষ শুরু হয়।
এসময় দুই পক্ষই পরস্পরের দিকে ইটপাটকেল ছোড়ে, অনেকের হতে লাঠিও দেখা যায়।
এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে আইডিয়াল কলেজের সামনে গিয়ে কলেজের সাইনবোর্ড ভেঙে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের মধ্যে কয়েকজন আহত হয়েছেন। তবে তারা কোন কলেজের শিক্ষার্থী, তা জানা যায়নি।
নিউ মার্কেট জোনের পুলিশের সহকারী কমিশনার তারেক লতিফ বিকেল ৪টায় বলেন, পরিস্থিতি এখন শান্ত। আমাদের সাথে সেনাবাহিনী রয়েছে। আমরা তাদের সাথে নিয়ে কাজ করছি।
তিনি বলেন, ঢাকা কলেজেরে শিক্ষার্থীরা দাবি করছে, তাদের কয়েকজন সহপাঠী ‘নিখোঁজ’ আছে। যাদের নিখোঁজ বলা হচ্ছে, তাদের বা তাদের পরিবারের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স