ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
প্রায় দেড় ঘণ্টা ধরে এই সংঘর্ষের কারণে সায়েন্স ল্যাবরেটরি থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়

দুই কলেজের ছাত্রদের সংঘর্ষ সায়েন্স ল্যাবে যানজট

  • আপলোড সময় : ১১-০৯-২০২৪ ১২:৩৫:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৪ ১২:৩৫:১৫ পূর্বাহ্ন
দুই কলেজের ছাত্রদের সংঘর্ষ সায়েন্স ল্যাবে যানজট রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত অন্তত ১৮ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার বেলা একটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার দুপুরে প্রায় দেড় ঘণ্টা ধরে তাদের এই সংঘর্ষের কারণে সায়েন্স ল্যাবরেটরি থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় ভায়াবহ যানজটের সৃষ্টি হয়।
নিউ মার্কেট থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আমি শুনেছি প্রথম বর্ষের ছাত্রদের সাথে বড়দের কোনো বিষয় নিয়ে গণ্ডগোল হয়েছে। এর জেরে দুই কলেজের মধ্যে সংঘর্ষ বাঁধে।
রাস্তায় থাকা বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের বোঝানো হচ্ছে জানিয়ে বিকেল সোয়া ৩টার দিকে ওসি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে কিছুটা উত্তেজনা আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার পর থেকে আইডিয়াল কলেজের সামনে উত্তেজনা দেখা দেয়। কেউ কেউ তখন বলছিলেন, ঢাকা কলেজের এক শিক্ষার্থী আইডিয়াল কলেজে এসে মারধরের শিকার হয়েছেন।
এরপর বেলা ২টার দিকে আইডিয়াল কলেজ থেকে ছাত্ররা বের হয়ে মিরপুর সড়কে যান। পাশাপাশি ঢাকা কলেজের শিক্ষার্থীরা বের হয়ে সায়েন্স ল্যাবরেটরি পেরিয়ে সিটি কলেজের মোড়ে এলে সংঘর্ষ শুরু হয়।
এসময় দুই পক্ষই পরস্পরের দিকে ইটপাটকেল ছোড়ে, অনেকের হতে লাঠিও দেখা যায়।
এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে আইডিয়াল কলেজের সামনে গিয়ে কলেজের সাইনবোর্ড ভেঙে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের মধ্যে কয়েকজন আহত হয়েছেন। তবে তারা কোন কলেজের শিক্ষার্থী, তা জানা যায়নি।
নিউ মার্কেট জোনের পুলিশের সহকারী কমিশনার তারেক লতিফ বিকেল ৪টায় বলেন, পরিস্থিতি এখন শান্ত। আমাদের সাথে সেনাবাহিনী রয়েছে। আমরা তাদের সাথে নিয়ে কাজ করছি।
তিনি বলেন, ঢাকা কলেজেরে শিক্ষার্থীরা দাবি করছে, তাদের কয়েকজন সহপাঠী ‘নিখোঁজ’ আছে। যাদের নিখোঁজ বলা হচ্ছে, তাদের বা তাদের পরিবারের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স