ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

মারা গেলেন ডার্থ ভেডারের কন্ঠ অভিনেতা জেমস

  • আপলোড সময় : ১০-০৯-২০২৪ ০৯:৫৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৪ ০৯:৫৬:১১ অপরাহ্ন
মারা গেলেন ডার্থ ভেডারের কন্ঠ অভিনেতা জেমস
বিনোদন ডেস্ক
শৈশব থেকে তোতলা ছিলেন জেমস। কথার ছন্দপতনজনিত এই প্রতিবন্ধকতা নিয়ে কবিতা আবৃত্তি শুরু করেন তিনি। তারপর আসেন অভিনয়ে। ‘স্টার ওয়ার্স’ সিনেমা সিরিজের ভিলেন হিসেবে যার কণ্ঠ শুনতেন দর্শক, সেই ডার্থ ভেডার চরিত্রের অভিনেতা জেমস আর্ল জোনস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। গত সোমবার সকালে পারিবার ও প্রিয়জন পরিবেষ্টিত হয়ে এই অভিনেতার শান্তিপূর্ণ মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তার মুখপাত্র ব্যারি ম্যাকফারসন। জেমস মঞ্চ ও পর্দায় অভিনয় করতেন। ‘ফিল্ড অব ড্রিমস’, ‘কামিং টু আমেরিকা’, ‘কোনান দ্য বারবারিয়ান’, ‘দ্য লায়ন কিং’ সহ বহু ছবিতে অভিনয় করেছেন। জিতেছিলেন দুটি এমি, দুটি টনি এবং একটি গ্র্যামি অ্যাওয়ার্ডস। এ ছাড়া গোল্ডেন গ্লোব এবং স্ক্রিন অ্যাক্টর্স গিল্ডের আজীবন সম্মাননা পান তিনি। সম্মানসূচক অস্কারও লাভ করেছেন এই অভিনেতা। জেমস ব্রডওয়েতে অভিনয় শুরু করেন ১৯৫৭ সালে ‘সানরাইজ এট ক্যাম্পোবেলো’ নাটকে। পরে ‘ওথেলো’, ‘হ্যামলেট’, ‘কোরিওলানাস’, ‘কিং লিয়ার’ সহ শেকসপিয়রের বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। ‘দ্য গ্রেট হোয়াইট হোপ’ ছবিতে বক্সারের ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে টনি পুরস্কার জিতেছিলেন তিনি। এ রকম বহু কাজ, বহু পুরস্কারে সয়লাব তার ক্যারিয়ার। যদিও ক্যারিয়ার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জেমস বলেছিলেন, ‘ডেনজেলওয়াশিংটন, সিডনি পোইটিয়ার, রবার্ট রেডফোর্ড, টম ক্রুজরা ক্যারিয়ারে সুপরিকল্পিতভাবে এগিয়েছেন। আমি সে রকম ছিলাম না। কাজের প্রস্তাব পেয়েছি, বলে দিয়েছি, ঠিক আছে, করব।’ আফ্রিকান-আমেরিকান জেমস ১৯৩১ সালে মিসিসিপিতে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন ‘স্টার ট্রেক’ অভিনেতা লেভার বার্টন, মার্কিন অভিনেতা কোলম্যান ডোমিঙ্গোসহ হলিউডের অনেক প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পী।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ