ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রায়হান রাফীর সঙ্গে কাজ করে হতাশ রুবেল কনার ডিভোর্সের সাক্ষ্য দিলেন নুসরাত ফারিয়া! নারী আসন ও সংসদ পদ্ধতি নির্ধারণে ঐকমত্য হয়নি মুজিববাদী ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ গঠনের প্রস্তাবনায় আইনজীবীদের ক্ষোভ নারী আসন দ্বিগুণ করে বিদ্যমান পদ্ধতিতে ভোট চায় বিএনপি বিএনপি-এনসিপি বাকযুদ্ধে তপ্ত হচ্ছে রাজনীতি এই সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে-আইন উপদেষ্টা জনমনে বাড়ছে আস্থাহীনতা প্রতিনিয়তই জুলাই যোদ্ধাদের স্মরণ করতে হবেÑ স্বরাষ্ট্র উপদেষ্টা জলবায়ু পরিবর্তনে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবেÑ রিজওয়ানা কক্সবাজার সৈকতে পর্যটক বাড়লেও নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেই মিটফোর্ডের ঘটনায় তাবেদার শক্তির এদেশীয় ধারকবাহক জড়িত- রিজভী কুমিল্লায় ভুল সিগন্যালে ট্রেন না থামায় ৪ জন সাময়িক বরখাস্ত জামালপুরে পালিয়ে বেড়াচ্ছে সাজাপ্রাপ্ত আসামি জুয়েল বৃষ্টিতে রাস্তায় চলাচলে জনদুর্ভোগ চরমে চরমপন্থীদের হাতে খুন যুবদলের মাহবুব, ভিডিও ফুটেজে ঘাতকরা শনাক্ত ভারতীয় ৩৪ জেলে ও ২ ট্রলার আটক ওয়ারীতে কিশোরকে হত্যাচেষ্টা, হামলা প্রতিহত করলো জনতা

মারা গেলেন ডার্থ ভেডারের কন্ঠ অভিনেতা জেমস

  • আপলোড সময় : ১০-০৯-২০২৪ ০৯:৫৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৪ ০৯:৫৬:১১ অপরাহ্ন
মারা গেলেন ডার্থ ভেডারের কন্ঠ অভিনেতা জেমস
বিনোদন ডেস্ক
শৈশব থেকে তোতলা ছিলেন জেমস। কথার ছন্দপতনজনিত এই প্রতিবন্ধকতা নিয়ে কবিতা আবৃত্তি শুরু করেন তিনি। তারপর আসেন অভিনয়ে। ‘স্টার ওয়ার্স’ সিনেমা সিরিজের ভিলেন হিসেবে যার কণ্ঠ শুনতেন দর্শক, সেই ডার্থ ভেডার চরিত্রের অভিনেতা জেমস আর্ল জোনস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। গত সোমবার সকালে পারিবার ও প্রিয়জন পরিবেষ্টিত হয়ে এই অভিনেতার শান্তিপূর্ণ মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তার মুখপাত্র ব্যারি ম্যাকফারসন। জেমস মঞ্চ ও পর্দায় অভিনয় করতেন। ‘ফিল্ড অব ড্রিমস’, ‘কামিং টু আমেরিকা’, ‘কোনান দ্য বারবারিয়ান’, ‘দ্য লায়ন কিং’ সহ বহু ছবিতে অভিনয় করেছেন। জিতেছিলেন দুটি এমি, দুটি টনি এবং একটি গ্র্যামি অ্যাওয়ার্ডস। এ ছাড়া গোল্ডেন গ্লোব এবং স্ক্রিন অ্যাক্টর্স গিল্ডের আজীবন সম্মাননা পান তিনি। সম্মানসূচক অস্কারও লাভ করেছেন এই অভিনেতা। জেমস ব্রডওয়েতে অভিনয় শুরু করেন ১৯৫৭ সালে ‘সানরাইজ এট ক্যাম্পোবেলো’ নাটকে। পরে ‘ওথেলো’, ‘হ্যামলেট’, ‘কোরিওলানাস’, ‘কিং লিয়ার’ সহ শেকসপিয়রের বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। ‘দ্য গ্রেট হোয়াইট হোপ’ ছবিতে বক্সারের ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে টনি পুরস্কার জিতেছিলেন তিনি। এ রকম বহু কাজ, বহু পুরস্কারে সয়লাব তার ক্যারিয়ার। যদিও ক্যারিয়ার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জেমস বলেছিলেন, ‘ডেনজেলওয়াশিংটন, সিডনি পোইটিয়ার, রবার্ট রেডফোর্ড, টম ক্রুজরা ক্যারিয়ারে সুপরিকল্পিতভাবে এগিয়েছেন। আমি সে রকম ছিলাম না। কাজের প্রস্তাব পেয়েছি, বলে দিয়েছি, ঠিক আছে, করব।’ আফ্রিকান-আমেরিকান জেমস ১৯৩১ সালে মিসিসিপিতে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন ‘স্টার ট্রেক’ অভিনেতা লেভার বার্টন, মার্কিন অভিনেতা কোলম্যান ডোমিঙ্গোসহ হলিউডের অনেক প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পী।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য