ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে গ্রেফতার ১১ গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ভূমিদস্যু ও জালিয়াতি সম্রাট আসলামের অবৈধ কর্মকাণ্ডে গোপন তদন্ত শুরু ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি প্রধান আসামির মৃত্যুদণ্ড সহযোগীর পাঁচ বছর কারাদণ্ড জটিল রোগে ৩ লাখ টাকা পাবেন সরকারি কর্মচারীরা আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালের বিচার শুরু

হুতির হামলায় যুক্তরাষ্ট্রের ৩ কোটি ডলারের ড্রোন ভূপাতিত

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ১০:২২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ১০:২২:৩৪ অপরাহ্ন
হুতির হামলায় যুক্তরাষ্ট্রের ৩ কোটি ডলারের ড্রোন ভূপাতিত
যুক্তরাষ্ট্রের আরেকটি সামরিক নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে প্রায় ৩ কোটি ডলার মূল্যের মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হওয়ার সর্বশেষ ঘটনা এটি। এর আগে চলতি বছরের এপ্রিলে এই ধরনের ড্রোন ধ্বংস করে হুতিরা। খবর আরব নিউজের
গত রোববার সকালে হুতিরা জানিয়েছে, তাদের দেশের উপর দিয়ে উড়ন্ত একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। বিদ্রোহী গোষ্ঠটি বলেছে, শনিবার রাতে হুতি নিয়ন্ত্রত এলাকায় মার্কিন বিমান হামলার জবাব দিয়েছে তারা। হুতিদের এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেননি মার্কিন সামরিক বাহিনী। অন্যদিকে হুতিরাও তাদের দাবির পক্ষে কোনো ছবি বা ভিডিও প্রকাশ করেনি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর থেকে হুতিরা বেশ কয়েকবার মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। গত বছরের অক্টোবরে ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে ইসরাইল ও তার পশ্চিমা মিত্র দেশগুলোর সঙ্গে সম্পৃক্ত জাহাজে হামলা শুরু করে হুতি বিদ্রোহীরা। হুতিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার (৮ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেন। তিনি বলেন, হুতি যোদ্ধারা ইয়েমেনের মারিব প্রদেশে ড্রোনটি গুলি করে ভূপাতিত করেছে। তেল ও গ্যাসক্ষেত্র সমৃদ্ধ মারিব প্রদেশ ২০১৫ সাল থেকে হুতিদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোটের মিত্রদের দখলে রয়েছে। ড্রোনটি কোন অস্ত্রের সাহায্যে ভূপাতিত করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানাননি ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া। তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের তৈরি সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ইরান বেশ কয়েক বছর ধরে হতিদেরকে ৩৫৮ নামের সারফেস টু এয়ার মিসাইল সরবরাহ করে আসছে। যদিও তেহরান বরাবরই হুতিদের অস্ত্র দেওয়ার অভিযোগ অস্বীকার করে। তবে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরানের তৈরি অস্ত্র যুদ্ধক্ষেত্রে এবং ইয়েমেনগামী জাহাজে পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অসংখ্য মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করে থাকে, এর মধ্যে এমকিউ-৯ রিপার বহুল ব্যবহৃত। বড় আকৃতির এই ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজে ব্যবহৃত হয়। এটি ১৬টি হেলফায়ার মিসাইল বহনে সক্ষম। এই ড্রোনের ৫০ হাজার ফুট উচ্চতায় ২৭ ঘণ্টা ধরে একটানা ওড়ার ক্ষমতা রয়েছে। দাম প্রায় ৩০ মিলিয়ন ডলার। মার্কিন সামরিক বাহিনী এবং সিআইএ বহু বছর ধরেই ইয়েমেনে এই ড্রোন ব্যবহার করে আসছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স