ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া ছেলেকে স্কুলে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব নিজের অভিনীত সিনেমা দেখে আবেগে কেঁদে দিলেন ‘দ্য রক’ জটিল রোগে ভুগছেন জাংকুক সরকারের ওপর চাপ বেড়েছে ঋণ পরিশোধের কোনো ব্লেম নিতে রাজি নই শেষ পর্যন্ত যুদ্ধ করবো-সিইসি ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের হাইকোর্টের আদেশ স্থগিত ডাকসু নির্বাচনে বাধা নেই তিন প্যানেলের ইশতেহার ঘোষণা সবারই প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না : ছাত্রদল হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রভাব: চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়ালো
‘‘উয়েফা নেশনস লিগ’’

স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলো পর্তুগাল

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ০৯:৫০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ০৯:৫০:২০ অপরাহ্ন
স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলো পর্তুগাল
স্পোর্টস ডেস্ক
উয়েফা নেশন্স লিগে জয় পেয়েছে পর্তুগাল। পিছিয়ে পড়েও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ২-১ ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে। এই জয়ে দুই ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ১’ গ্রুপের টেবিলের শীর্ষে অবস্থান করছে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। এদিন ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে পর্তুগাল। এ সময় বামদিকে ডি বক্সের বাইরে থেকে পাঠানো ম্যাকলিনের পাঠানো ক্রস খুঁজে পায় স্কট ম্যাকটমিনের মাথা। পর্তুগালের সবাইকে বিস্ময়ে ভাসিয়ে হেডে বল জালে জড়ান তিনি। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্কটিশরা। বিরতির পর অবশ্য সমতা ফেরাতে বেশি সময় নেয়নি পর্তুগাল। ম্যাচের ৫৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেস গোল করেন। এ সময় ডি বক্সের বামদিক থেকে বক্সের সামনে থাকা ব্রুনোকে বল বাড়িয়ে দেন রাফায়েল লিয়াও। বল পেয়েই বাম পায়ে জোরালো শট নেন ব্রুনো। স্কটল্যান্ডের গোলরক্ষক অ্যানগুস গুন বলে হাত ছোঁয়াতে পারলেও রুখতে পারেননি। ১-১ গোলের সমতা নিয়ে ম্যাচ চলে ৮৮ মিনিট পর্যন্ত। শেষ মুহূর্তে রোনালদো গোল করে জয় নিশ্চিত করেন। এ সময় বামদিক থেকে নুনো মেন্ডেস ক্রস বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। সেটাতে কোনোক্রমে পা লাগিয়ে জালে জড়িয়ে দেন রোনালদো। উল্লাসে মেতে ওঠে গোটা স্টেডিয়াম। নিশ্চিত হয় ২-১ ব্যবধানের জয়। তার আগে ৮১ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন রোনালদো। বক্সের বাইরে থেকে ব্রুনোর বাড়িয়ে দেওয়া বলে হেড নিয়েছিলেন রোনালদো। সেটি বারে লেগে ফিরে আসে। গোললাইন প্রযুক্তির মাধ্যমে চেক করে দেখা যায় বল লাইন অতিক্রম করেনি। অবশ্য ৭ মিনিট পরে তার করা গোলেই জয় পায় পর্তুগাল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য