ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
‘‘উয়েফা নেশনস লিগ’’

স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলো পর্তুগাল

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ০৯:৫০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ০৯:৫০:২০ অপরাহ্ন
স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলো পর্তুগাল
স্পোর্টস ডেস্ক
উয়েফা নেশন্স লিগে জয় পেয়েছে পর্তুগাল। পিছিয়ে পড়েও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ২-১ ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে। এই জয়ে দুই ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ১’ গ্রুপের টেবিলের শীর্ষে অবস্থান করছে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। এদিন ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে পর্তুগাল। এ সময় বামদিকে ডি বক্সের বাইরে থেকে পাঠানো ম্যাকলিনের পাঠানো ক্রস খুঁজে পায় স্কট ম্যাকটমিনের মাথা। পর্তুগালের সবাইকে বিস্ময়ে ভাসিয়ে হেডে বল জালে জড়ান তিনি। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্কটিশরা। বিরতির পর অবশ্য সমতা ফেরাতে বেশি সময় নেয়নি পর্তুগাল। ম্যাচের ৫৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেস গোল করেন। এ সময় ডি বক্সের বামদিক থেকে বক্সের সামনে থাকা ব্রুনোকে বল বাড়িয়ে দেন রাফায়েল লিয়াও। বল পেয়েই বাম পায়ে জোরালো শট নেন ব্রুনো। স্কটল্যান্ডের গোলরক্ষক অ্যানগুস গুন বলে হাত ছোঁয়াতে পারলেও রুখতে পারেননি। ১-১ গোলের সমতা নিয়ে ম্যাচ চলে ৮৮ মিনিট পর্যন্ত। শেষ মুহূর্তে রোনালদো গোল করে জয় নিশ্চিত করেন। এ সময় বামদিক থেকে নুনো মেন্ডেস ক্রস বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। সেটাতে কোনোক্রমে পা লাগিয়ে জালে জড়িয়ে দেন রোনালদো। উল্লাসে মেতে ওঠে গোটা স্টেডিয়াম। নিশ্চিত হয় ২-১ ব্যবধানের জয়। তার আগে ৮১ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন রোনালদো। বক্সের বাইরে থেকে ব্রুনোর বাড়িয়ে দেওয়া বলে হেড নিয়েছিলেন রোনালদো। সেটি বারে লেগে ফিরে আসে। গোললাইন প্রযুক্তির মাধ্যমে চেক করে দেখা যায় বল লাইন অতিক্রম করেনি। অবশ্য ৭ মিনিট পরে তার করা গোলেই জয় পায় পর্তুগাল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য