ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া ছেলেকে স্কুলে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব নিজের অভিনীত সিনেমা দেখে আবেগে কেঁদে দিলেন ‘দ্য রক’ জটিল রোগে ভুগছেন জাংকুক সরকারের ওপর চাপ বেড়েছে ঋণ পরিশোধের কোনো ব্লেম নিতে রাজি নই শেষ পর্যন্ত যুদ্ধ করবো-সিইসি ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের হাইকোর্টের আদেশ স্থগিত ডাকসু নির্বাচনে বাধা নেই তিন প্যানেলের ইশতেহার ঘোষণা সবারই প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না : ছাত্রদল হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রভাব: চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়ালো

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ আরও ৩৪ কারখানায় ছুটি

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ১২:৪৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ১২:৪৬:১২ পূর্বাহ্ন
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ আরও ৩৪ কারখানায় ছুটি

‘সকালে নির্ধারিত সময়ে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হয়েছেন। আল মুসলিম, মণ্ডল ও নিউএইজ গ্রুপের কারখানার শ্রমিকেরা তাদের দাবি আদায় না হওয়ায় কাজ বন্ধ করে
বসে থাকেন।’

ঢাকার আশুলিয়ায় গতকাল রোববার অধিকাংশ পোশাক কারখানা চালু রয়েছে। তবে শ্রমিকেরা কাজ না করায় বেশ কিছু কারখানায় ছুটিও দেয়া হয়েছে।
শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকালে আশুলিয়ার সব কারখানা খোলা ছিল। শ্রমিকেরা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ না করে বসে থাকেন। তারা মালিকপক্ষের কাছে বিভিন্ন দাবি দাওয়া পেশ করেন।
পুলিশ জানায়, যেসব কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে ছিলেন, বেলা ১২টার দিকে কর্তৃপক্ষ ওইসব কারখানা ছুটি দিয়ে দেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর আশপাশের অনেক কারখানা ছুটি দেয়। বিকেল ৪টায় সর্বশেষ তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে গতকাল শিল্পাঞ্চলের ৩৪টি কারখানায় ছুটি ঘোষণা করার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আরও কয়েকটিতে ছুটি ঘোষণা করা হয়ে থাকতে পারে।
দুপুর ১টার দিকে নরসিংহপুর এলাকার হামীম গ্রুপের কারখানা বন্ধ পাওয়া গেছে। পাশের শারমিন গ্রুপের কারখানার ভেতর থেকে শ্রমিকদের হট্টগোলের আওয়াজ পাওয়া যাচ্ছিল। আর কারখানার ফটকের সামনেই সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের দেখা যায়। পরে কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেয়।
কয়েক দিন ধরে আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। এর পরিপ্রেক্ষিতে কারখানার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, শিল্প পুলিশ, এপিবিএন পুলিশ ও র?্যাব সদস্যরা অবস্থান নিয়েছেন। এ ছাড়া নবীনগর-চন্দ্রা ও আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
পোশাক কারখানার একজন মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শ্রমিকেরা নানা দাবিতে প্রায় প্রতিদিনই আন্দোলন করে যাচ্ছেন। তারা কখনো কারখানার বাইরে, কখনো কারখানার ভেতরে আন্দোলন করছেন। এসব নিয়ে মালিকপক্ষ আতঙ্কের মধ্যে রয়েছে। তাই যেসব কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়, নিরাপত্তার স্বার্থে ওইসব কারখানা ছুটি ঘোষণা করে দেয়া হয়।
শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সকালে নির্ধারিত সময়ে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হয়েছেন। আল মুসলিম, মণ্ডল ও নিউএইজ গ্রুপের কারখানার শ্রমিকেরা তাদের দাবি আদায় না হওয়ায় কাজ বন্ধ করে বসে থাকেন। পরে কারখানাগুলোতে ছুটি দিয়ে দেয়া হয়। বিষয়টি জানার পর নিরাপত্তার স্বার্থে পর্যায়ক্রমে অন্যান্য কারখানা ছুটি ঘোষণা করে।
এসপি মোহাম্মদ সারোয়ারা আলম আরও বলেন, কখন যে কোন কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয় তা আচ করা যায় না। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন কারখানায় পর্যায়ক্রমে এসব শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। আজ একটি কারখানায় শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স