ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা নতুন মোড় নিলো দিয়েগো জোতার মৃত্যু নেইমারের গোলে ফেরোভিয়ারিয়ার বিপক্ষে জয় পেলো সান্তোস শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল বন্যা তোমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল : লারা রুটের ব্যাটে ভর করে লড়ছে ইংল্যান্ড ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন ক্যাম্ফার বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা শ্বাসরুদ্ধকর ম্যাচে গায়ানার সাথে জয় পেলো রংপুর ১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে নেই শাপলা বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা

বরিশালে যুবককে পিটিয়ে হত্যা ছাত্রদল নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ১২:৪২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ১২:৪২:০৬ পূর্বাহ্ন
বরিশালে যুবককে পিটিয়ে হত্যা ছাত্রদল নেতা গ্রেফতার
বরিশাল প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে চাঁদার দাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলার আসামি এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার সন্ধ্যায় শরীয়তপুরের চিকন্দি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মো. সোহেল রানা জানিয়েছেন। গ্রেপ্তার আল আমিন তালুকদার গৌরনদী উপজেলার বড় দুলালী এলাকার মৃত আজিজুল হক তালুকদারের ছেলে। তিনি উপজেলার বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। একই গ্রামের কামালা সিকদারের ছেলে রাশেদ সিকদার (২৪) পিটুনিতে মারা যাওয়ার অভিযোগে আল আমিনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলার নথির বরাতে র‌্যাব কর্মকর্তা জানান, রাশেদের কাছে একলাখ টাকা চাঁদা দাবি করেন আল আমিন ও তার সহযোগীরা। চাঁদা না দেওয়ায় গত ১৬ অগাস্ট সন্ধ্যায় বার্থী বাজারে রাশেদকে পিটিয়ে আহত করা হয়। পরে তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যান রাশেদ। এ ঘটনায় রাশেদের ভাই রাসেল সিকদার গত ১৭ অগাস্ট গৌরনদী মডেল থানায় হত্যা মামলা করেন। বিষয়টি র‌্যাবের নজরে এলে তারা তদন্ত শুরু করে। গোপন সংবাদে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত শনিবার সন্ধ্যায় শরীয়তপুরের চিকন্দি বাজার থেকে আল আমীন তালুকদারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন দাবি করে র‌্যাব জানায়, আসামিকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য