ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নেত্রকোনায় সরকারি জায়গায় ঘর উঠিয়ে বিউটি পার্লারের ব্যবসা পুতিন, শি জিনপিং এবং কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: ট্রাম্প সৌদি রাজতন্ত্রে একক ক্ষমতাধর মোহাম্মদ বিন সালমান ভেনেজুয়েলার নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জোট গড়ছে চীন দেশের হয়ে ম্যাচে খেলতে চাইছেন না মেসি! ভেজা চোখে ম্যানইউ ছাড়লেন অ্যান্টনি সাড়ে ৫ ঘণ্টা বিলম্ব হলো বাংলাদেশ ফুটবল দলের ফ্লাইট ভারতে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান বেঙ্গালুরু ট্র্যাজেডি নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি স্পনসর ছাড়াই এশিয়া কাপ খেলবে ভারত পাকিস্তানের সাথে জয় পেলো আফগানরা বিসিবির নির্বাচনে মুখোমুখি বুলবুল-তামিম গত ৫ বছরে ৪৬৫ কোটি টাকা ভাগাভাগি পদ্মা-মেঘনা-যমুনায় অদৃশ্য শক্তি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে-গয়েশ্বর সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার ৩০ অক্টোবরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে, আশা শিক্ষা উপদেষ্টার নিষিদ্ধ আ’লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার

​খুলেছে অধিকাংশ পোশাক কারখানা

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ১০:৪২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৪ ১০:৪২:১৭ পূর্বাহ্ন
​খুলেছে অধিকাংশ পোশাক কারখানা
ঢাকার সাভারের আশুলিয়ায় গত কয়েকদিনের শ্রমিকদের বিক্ষোভের পর অধিকাংশ তৈরি পোশাক কারখানা খুলেছে। গতকাল শনিবার সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে বেলা ১১টার দিকে কর্মবিরতির মুখে ১৭টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে, শিল্পাঞ্চলে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। চলছে সেনা টহল। শিল্প পুলিশ জানায়, সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনও পাওয়া যায়নি। প্রায় সবগুলো শিল্প কারখানায় কার্যক্রম চালু রয়েছে। শিল্পাঞ্চলে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এ ছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল অব্যাহত রয়েছে। এদিকে, সকাল ১০টার পর থেকেই বেশ কিছু কারখানায় কর্মবিরতি পালনের খবর পাওয়া গেছে। প্রায় ১৭টি কারখানার শ্রমিকদের বিক্ষোভের মুখে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা চলে যান। কোথাও সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায়নি তাদের। আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আজ (গতকাল শনিবার) অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়ে কাজ শুরু হয়েছে। শ্রমিকরা কাজ না করায় এবং কিছু কারখানার ম্যানেজমেন্ট না আসায় আজ (গতকাল শনিবার) ১৭টির মতো কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা নিরসনের চেষ্টা করে যাচ্ছি। তবে গত কয়েকদিনের তুলনায় আজ (গতকাল শনিবার) শিল্পাঞ্চলের পরিবেশ অনেক ভালো। রাস্তাঘাট ক্লিয়ার আছে, কোথাও কোনো হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেনি। শ্রমিকরা কাজ না করায় কিছু কারখানা ছুটি দিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, একটা কারখানার শ্রমিকরা কাজ না করে বের হয়ে গেলে দেখা যায়, তারা চেষ্টা করেন অন্যান্য কারখানায় তাদের পরিচিতদের বের করে আনার। এ কারণে সমস্যা না থাকলেও অনেক কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি দিয়ে দিয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন শিল্পাঞ্চল আশুলিয়া কয়েকটি কারখানার শ্রমিক ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনের মুখে অস্থিরতা বিরাজ করছিল। শিল্প-কারখানার পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারি নির্দেশনায় শিল্পাঞ্চলে শুরু হয় যৌথ অভিযান। ইতোমধ্যে নাশকতার অভিযোগে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। জোরদার করা হয়েছে শিল্পাঞ্চলের নিরাপত্তা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স