ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির বিপুল আমদানিতেও ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল মুক্তিযোদ্ধা তথ্যভাণ্ডার তৈরিতে অনিয়ম এ সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে-শামসুজ্জামান দুদু যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না-জিএম কাদের ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ২৩৯৯ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন প্রশাসন ক্যাডারের তরুণদের হতাশা-ক্ষোভ গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয় ৯ বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয় ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি না-মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

​খুলেছে অধিকাংশ পোশাক কারখানা

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ১০:৪২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৪ ১০:৪২:১৭ পূর্বাহ্ন
​খুলেছে অধিকাংশ পোশাক কারখানা
ঢাকার সাভারের আশুলিয়ায় গত কয়েকদিনের শ্রমিকদের বিক্ষোভের পর অধিকাংশ তৈরি পোশাক কারখানা খুলেছে। গতকাল শনিবার সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে বেলা ১১টার দিকে কর্মবিরতির মুখে ১৭টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে, শিল্পাঞ্চলে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। চলছে সেনা টহল। শিল্প পুলিশ জানায়, সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনও পাওয়া যায়নি। প্রায় সবগুলো শিল্প কারখানায় কার্যক্রম চালু রয়েছে। শিল্পাঞ্চলে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এ ছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল অব্যাহত রয়েছে। এদিকে, সকাল ১০টার পর থেকেই বেশ কিছু কারখানায় কর্মবিরতি পালনের খবর পাওয়া গেছে। প্রায় ১৭টি কারখানার শ্রমিকদের বিক্ষোভের মুখে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা চলে যান। কোথাও সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায়নি তাদের। আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আজ (গতকাল শনিবার) অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়ে কাজ শুরু হয়েছে। শ্রমিকরা কাজ না করায় এবং কিছু কারখানার ম্যানেজমেন্ট না আসায় আজ (গতকাল শনিবার) ১৭টির মতো কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা নিরসনের চেষ্টা করে যাচ্ছি। তবে গত কয়েকদিনের তুলনায় আজ (গতকাল শনিবার) শিল্পাঞ্চলের পরিবেশ অনেক ভালো। রাস্তাঘাট ক্লিয়ার আছে, কোথাও কোনো হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেনি। শ্রমিকরা কাজ না করায় কিছু কারখানা ছুটি দিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, একটা কারখানার শ্রমিকরা কাজ না করে বের হয়ে গেলে দেখা যায়, তারা চেষ্টা করেন অন্যান্য কারখানায় তাদের পরিচিতদের বের করে আনার। এ কারণে সমস্যা না থাকলেও অনেক কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি দিয়ে দিয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন শিল্পাঞ্চল আশুলিয়া কয়েকটি কারখানার শ্রমিক ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনের মুখে অস্থিরতা বিরাজ করছিল। শিল্প-কারখানার পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারি নির্দেশনায় শিল্পাঞ্চলে শুরু হয় যৌথ অভিযান। ইতোমধ্যে নাশকতার অভিযোগে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। জোরদার করা হয়েছে শিল্পাঞ্চলের নিরাপত্তা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স