জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, জুলাই-আগস্টে সংগঠিত ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া যাবে না। এখনও নানা ষড়যন্ত্র, চক্রান্ত চলছে। গতকাল শনিবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ছাত্র-জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে তার বাস্তবায়নের জন্য রাষ্ট্রের সংবিধান এবং ক্ষমতা কাঠামোর সংস্কার নিশ্চিত করতে হবে। মুক্তিযুদ্ধের কাক্সিক্ষত সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার করার জন্য রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেএসডির সিনিয়র সহ-সভাপতি বেগম তানিয়া রব বলেন, বিগত সময়ে ভয়ানক ফ্যাসিবাদ বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে পুনরুদ্ধার করার জন্য সংগ্রাম চলছে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি তৌফিক উজ জামান পীরাচার সভাপতিত্বে প্রচার সম্পাদক নাহিদুল ইসলামের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মোসলেহ উদ্দিন বিজয়কে আহ্বায়ক, শাহরিয়ার সৌখিন ও আদনান রাতুলকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ব্যর্থ হতে দেয়া যাবে না Ñ জেএসডি
- আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ১১:১৯:২৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ১১:১৯:২৮ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ