বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় আবদুল মোতালেব (১৪) নামে এক কিশোর হত্যার অভিযোগের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে ৭ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত এই রিমান্ডের আদেশ দেন। এরআগে মামলাটির তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার সাব-ইন্সপেক্টর মো. খোকন মিয়া আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে ১০ দিনের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শাজাহান খানের পক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ডের আদেশ দেন। গত বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার অভিযোগে বলা হয়, শেখ হাসিনাসহ অন্য আসামিরা দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমনের জন্য আসামিদের নেতৃত্বে আন্দোলন দমনের লক্ষ্যে নিরীহ ছাত্র জনতার ওপর দমন-পীড়ন শুরু করার জন্য পুলিশ, র?্যাব ও ১৪ দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন। যার ফলশ্রুতিতে পুলিশ বাহিনী ও আইন-শৃঙ্খলায় নিয়োজিত অন্যান্য বাহিনীসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে ঢাকাসহ সারা দেশে নিরীহ নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি ও শারীরিক নির্যাতন চালায়। এতে শত শত ছাত্র-জনতা মারা যায়। অনেক লোক আহত ও পঙ্গুত্ব বরণ করেন। বাদীর ছেলে আবদুল মোতালিব (১৪) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যুক্ত হন। অভিযোগে আরও বলা হয়, গত ৪ আগস্ট ধানমন্ডি থানাধীন এলাকায় জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এশিয়ার সামনে পাকা রাস্তার ওপর বাদীর ছেলে অন্যান্য ছাত্র ও সাধারণ জনতাদের সঙ্গে অবস্থানকালে আসামিদের পরিকল্পনা ও হুকুমে হত্যার উদ্দেশ্যে ছাত্র-জনতার ওপর পুলিশ, র?্যাব, আওয়ামী লীগ ও ১৪ দলীয় নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রসহ শত শত সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, ককটেল বিস্ফোরণ ঘটায় এবং হাত বোমা, পেট্রোল বোমা, রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থলে অনেক নিরস্ত্র ছাত্র-জনতা আহত ও নিহত হয়। এর মধ্যে ভিকটিম আবদুল মোতালিব (১৪) বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এই ঘটনায় ভিকটিমের বাবা আবদুল মতিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

শাজাহান খান ৭ দিনের রিমান্ডে
- আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ০৩:৪৩:৪০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ০৩:৪৩:৪০ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ