নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয়পক্ষের প্রায় ৮-১০ জন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। গত বৃহস্পতিবার রাতে ফতুল্লার সস্তাপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে চারপাশের মানুষ ছোটাছুটি করতে থাকে। স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে শোনা যায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। তাদের সংঘর্ষে এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ এলে পরিস্থিতি শান্ত হয়। ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন বলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী লীগ নেতা মজিবুরের বাড়িতে নারী নির্যাতন বিষয়ে একটি বিচার শালিসে বসেছিলাম। তখন অতর্কিত ভাবে মজিবুর, তার ভাই শাহজাহান, জুয়েল তাদের ভাতিজা জেলা ছাত্রলীগের সাবেকসহ সভাপতি হিমেলসহ অন্তত ২০-৩০ জন আমাকে আটকিয়ে মারধর করতে থাকে। তিনি আরও বলেন, তখন এলাকাবাসীর সহযোগিতা চাইলে তারা আমাকে উদ্ধার করে। এরপর থানায় ফোন করলে পুলিশ আসে। পুলিশ দেখে তারা পালিয়ে যায়। তবে ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান বলেন, বিএনপি নেতা শাহিন দলবল নিয়ে ডাকাতির উদ্দেশ্যে আমার বাড়িতে হামলা চালায়। বাড়ি ঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। তখন মসজিদের মাইক দিয়ে মাইকিং করলে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ
- আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ০১:০৮:৩১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ০১:০৮:৩১ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ