ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নারী প্রতারক চক্র সক্রীয় হয়ে উঠেছে। এরা বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ অসহায় মানুষের সাথে সম্পর্ক গড়ে প্রতারণার কাদে ফেলে। এই চক্রের সদস্যরা কখনো, চাকরি, বড় ব্যবসা ও বিদেশ যাওয়ার কথা বলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। বিভিন্ন সময়ে এ চক্রের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, গত কয়েকদিন আগে এই চক্রের সদস্য তারা বেগম, পিতা-চাদাই শেখ, থানা-জেলা-রাজবাড়ী এর বিরুদ্ধে ঢাকা শিল্পাঞ্চল থানায় একটি অভিযোগ হয়েছে সিপাকন থানায় অভিযোগটি দেন মোসা. তাহমিনা। লিখিত অভিযোগে তিনি জানান, তারা বেগম একজন প্রতারক, এলাকার বিভিন্ন লোকদের সাথে সম্পর্ক গড়ে তাদের কাছ থেকে সর্বস্ব হাতিয়ে নেয়। অভিযোগ সূত্রে আরো জানা যায়, তারা বেগম এলাকায় বহু উঠতি বয়সী মেয়েদের কৌশলে তার কাছে এনে কিছুদিন তার নিয়ন্ত্রণে রেখে তা দৌলদিয়া পল্লীতে বিক্রি করে দেয়। তাহমিনা নিজেও ভুক্তভোগী এলাকায় বহু মেয়েরদের তিনি সর্বনাশ করেছেন। তার বিরুদ্ধে কেউ কথা বলতেও পারে না, তার একটি সিন্ডিকেট রয়েছে। বিভিন্ন মাদক কেনা বেচার সাথে জড়িত তারা বেগম কাউকে তোয়াক্কা করেন না। এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার যোগাযোগ করলে থানার এস আই আশরাফ আলী জানান, তাহমিনা একটি অভিযোগ দিয়েছেন তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
