ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

বরখাস্ত প্রকৌশলীর অনিয়ম আইনিভাবে মোকাবিলা হবে : ডিএসসিসি প্রশাসক

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৪ ০১:৪৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৪ ০১:৪৬:১৮ অপরাহ্ন
বরখাস্ত প্রকৌশলীর অনিয়ম আইনিভাবে মোকাবিলা হবে : ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বরখাস্ত হওয়া প্রধান প্রকৌশলী আশিকুর রহমানের অনিয়ম ও বিশৃঙ্খলা আইনগতভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক ড. মুহ. শের আলী। গতকাল বুধবার বেলা ১১টায় নগর ভবনের জরুরি পরিচালন কেন্দ্রে (শীতলক্ষ্যা হল) ‘মশক নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রম’ সরাসরি তদারকি শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে প্রশাসক এ কথা বলেন।
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ১৪ আগস্ট ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। তিনি ডিএসসিসির সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ ছিলেন। তবে গত সোমবার (২ সেপ্টেম্বর) বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে নগরভবনে ঢুকে মহড়া দেন আশিকুর। এরপর থেকে তিনি নগরভবনে নিয়মিত অফিস করছেন। বিধি বহির্ভূতভাবে বিভিন্ন ফাইলে স্বাক্ষরও করছেন।
এ নিয়ে ৪ সেপ্টেম্বর দৈনিক জনতায় ‘ডিএসসিসির বরখাস্ত প্রকৌশলী দলবল নিয়ে অফিসে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। তারপরও নগর কর্তৃপক্ষের টনক নড়েনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএসসিসির প্রশাসক শের আলী বলেন, আমি যতদূর শুনেছি, তার সাময়িক বরখাস্তের আদেশটি মহামান্য আদালত সাময়িক স্থগিত করেছেন। আদালতের আদেশ থাকলে তা প্রতিপালন করতে আমরা সবাই বাধ্য। আমরা আদালতের আদেশটি এখনো পাইনি।
ডিএসসিসি প্রশাসক, বরখাস্ত প্রকৌশলী আশিকুরের অনিয়ম আইনিভাবে মোকাবিলা করা হবে। তিনি বলেন, আপনারা জানেন, যিনি কনসার্ন ব্যক্তি তিনি আদালতের আদেশটি দ্রুত সংগ্রহ করে তার সঙ্গে রাখেন। আর আদালত থেকে সংশ্লিষ্ট আদেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংস্থায় অফিসিয়ালি আসতে একটু সময় লাগে। আমরা দ্রুতই আদেশ পেয়ে যাবো। আদেশটি পেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আইনজীবীর মাধ্যমে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম নেবে।
আদালতের আদেশ দাফতরিকভাবে আপনাদের কাছে না আসা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তা কীভাবে এখনো অফিস করছেন এবং এ ধরনের কার্যক্রমকে পেশীশক্তির ব্যবহার মনে করেন কি না-এমন প্রশ্নে সংস্থাটির প্রশাসক বলেন, সব ক্ষেত্রে একটি সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের ছাত্র-জনতা অনেক রক্ত দিয়েছে। আপনার-আমার সবার মাঝে একটি বড় প্রত্যাশা তৈরি হয়েছে। এই প্রত্যাশা পূরণে কোনো জায়গায় অনিয়ম, বিশৃঙ্খলা থাকলে আমরা নিয়মের মাধ্যমেই সেগুলো মোকাবিলা করবো।
এদিকে গতকাল বুধবার বিকাল সাড়ে চারটায় অফিস শেষ করে প্রায় ১২ জনের দলবল নিয়ে তিনি নিজ দফতর থেকে বেড়িয়ে যান। বিষয়টি এই প্রতিবেদকের নজরে আসে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ