নাটোর প্রতিনিধি
নাটোরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
গতকাল বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন বলে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান জানান।
দণ্ডিত ২৯ বছর বয়সী মো. দুলাল নাটোরের বাগাতিপাড়ার চাইপাড়া এলাকার মো. মোস্তাকিনের ছেলে।
মামলার বরাতে আনিসুর রহমান বলেন, ২০১১ সালের ৩ জুলাই দুপুরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শিশুটি রাস্তার পাশে খেলা করছিল। এ সময় তাকে পেয়ারা দেয়ার কথা বলে নিজের বাড়ির একটি ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে দুলাল। এ সময় দুলালের চাচাত বোন ঘটনাটি দেখে ফেলে এবং শিশটির মাকে গিয়ে জানায়।
পরে মেয়েটির মা এসে দুলালের নাম ধরে ডাক দিলে সে দরজা খুলে পালিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটির দাদা বাদি হয়ে দুলালের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
তদন্ত শেষে বাগাতিপাড়া থানার এসআই মো. হাবিবুর রহমান ঘটনার এক মাস পরে আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়। রায়ে যাবজ্জীবনের পাশাপাশি জরিমানার ৫০ হাজার টাকা ভুক্তভোগীকে দেয়ার আদেশ দেয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
