ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নির্বাচন কমিশন সংস্কার উদ্যোগের মধ্যে সংবাদ সম্মেলনে আসছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বেলা ১২ টায় সাংবাদিকদের সঙ্গে ইসির সৌজন্য বিনিময় করার কথা রয়েছে।
বর্তমান কমিশনের বাকি চার সদস্য হচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম গতকাল বুধবার এক বার্তায় জানান, আজ দুপুর ১২টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশন সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবে।
এ বিষয়ে জানতে চাইলে সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন বলেন, সাংবাদিকদের সঙ্গে এ সৌজন্য বিনিময়ে পুরো কমিশন উপস্থিত থাকবেন। স্যার, সব বিষয় তুলে ধরবেন।
সরকার বদলের পর বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি উঠেছে। গত বুধবারও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন দুদকের সঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন। ইসির পদত্যগের দাবিতে এদিন বিক্ষোভও হয়েছে নির্বাচন ভবনের সামনে।
এমন পরিস্থিতিতে এদিন নির্বাচন কমিশনাররা নিজেদের মধ্যে আলোচনা করেছেন।
বিকেলে নির্বাচন ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় ‘পদত্যাগের’ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, আজ বৃহস্পতিবার জানাব। বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে সবকিছু জানানো হবে।
শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্ণ হচ্ছে আজ বৃহস্পতিবার। ইতোমধ্যে সংসদ ভেঙ্গে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আন্দোলনের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিচারাঙ্গনের অনেকে পদত্যাগ করেছেন। পুলিশ, প্রশাসনসহ সবখানে ব্যাপক পরিবর্তন এসেছে। সবশেষ স্পিকার শিরীন শারমিন চৌধুরীও পদত্যাগ করেছেন।
এমন পরিস্থিতিতে কাজী হাবিবুল আউয়াল কমিশনের পদত্যাগের বিষয়টি আলোচনায় এসেছে বারবার। বর্তমান নির্বাচন কমিশনও পদত্যাগের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন।
গণমাধ্যমে তথ্য এসেছে, ৫ অগাস্টের পরে যেকোনো একদিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিল বর্তমান কমিশন। তবে তা আর হয়ে উঠেনি। আজ ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের সূচি রয়েছে কিনা তাও নিশ্চিত হওয়া যায় নি।
বিরাজমান পরিস্থিতিতে সিইসি কাজী হাবিবুল আউয়াল ‘বিপ্লব ও ফরমান সরকার ও সংবিধান’ শিরোনামে কলাম লেখেন। ওই কলাম লেখার কারণ ব্যাখ্যা করে তিনি বলেছেন, আলোচনার জন্য কাউকে তিনি পাচ্ছেন না। তাই নির্বাচন কমিশন যে ‘সাংবিধানিক সংকটে’ পড়েছে, সেটা পত্রিকায় লিখে জনগণকে অবহিত করাই সমীচীন মনে করছেন।
নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ
কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগসহ নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে ইসি সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে ‘নাগরিক সমাজ’।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে ‘১৭ বছর ধরে ভোটাধিকার বঞ্চিত নাগরিক সমাজের’ ব্যানারে বিভিন্ন সেøাগান দেন একদল লোক।
বিক্ষোভে নির্বাচন কমিশনের পদত্যাগের পাশাপাশি সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদা ও রকিব উদ্দিন আহমেদের বিচার চাওয়া হয়।
বিক্ষোভ সমাবেশে ইসি সংস্কার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মোট পাঁচটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে-আউয়াল কমিশনের পদত্যাগ, ২০১৮ সালের কেএম নূরুল হুদা কমিশনের বিচার, ২০১৪ সালের কাজী রকিব কমিশনের বিচার, বিগত সরকারের ‘দালাল’ কর্মকর্তাদের অপসারণ এবং দক্ষ, যোগ্য ও সৎ কর্মকর্তাদের পদায়ন।
বিক্ষোভকারীরা ইসি সংস্কারের দাবির ব্যানার নির্বাচন ভবনের গেটের পাশে টানিয়ে দেন।
হাবিবুল আউয়াল কমিশনের আড়াই বছর
২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক আমলা কাজী হাবিবুল আউয়াল।
এই কমিশনের অধীনে গত ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচন হয়। এছাড়া আড়াই বছরে দেড় সহস্রাধিক পদে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন, উপ নির্বাচন করেছে তারা।
ইসি গঠনে দীর্ঘদিন কোনো আইন ছিল না। ২০২২ সালে নতুন কমিশন গঠনের আগে আকস্মিকভাবেই আইন প্রণয়ন হয়, আর সেই আইনের অধীনে প্রথম নির্বাচন কমিশনে দায়িত্ব নেন কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচজন।
‘প্রধান নির্বাচন কমিশনার এবং অনান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ আইন প্রণয়ন হয় ২০২২ সালের ২৭ জানুয়ারি। ওই আইনের ধারায় গত ৫ ফেব্রুয়ারি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন তৎকালীন রাষ্ট্রপতি। সার্চ কমিটিতে সভাপতি ছিলেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, যিনি পরবর্তীতে প্রধান বিচারপতি হন।
সবশেষ ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এলে ৩১ জানুয়ারি বিদায় নিতে হয় তৎকালীন আলোচিত বিচারপতি এমএ আজিজ নেতৃত্বাধীন পুরো ইসিকে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

‘পদত্যাগের’ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে সবকিছু জানানো হবে
পদত্যাগের আলোচনার মধ্যে সংবাদ সম্মেলনে আসছেন ইসি
- আপলোড সময় : ০৫-০৯-২০২৪ ১১:৩১:৫৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-০৯-২০২৪ ১১:৩১:৫৮ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ