
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৩৩৫
- আপলোড সময় : ০৫-০৯-২০২৪ ১২:৪৪:৪৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-০৯-২০২৪ ১২:৪৪:৪৯ পূর্বাহ্ন


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর ৮৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৩৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে বরিশালে ৩৯ জন, চট্টগ্রামে ৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫ জন, খুলনায় ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে পাঁচ জন, রাজশাহী বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন। চলতি বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৪৩ জন। এর মধ্যে ৬১.৪ শতাংশ পুরুষ এবং ৩৮.৬ শতাংশ নারী।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ