ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’ সাইমন টোফেলকে নিয়োগ দিলো বিসিবি কর্মশালার মাধ্যমে জাপানিজ ভাষা শিক্ষা দিচ্ছে আর আর গ্রুপ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে নুর ভালো আছেন তবে ব্যথা আছে -ঢামেক পরিচালক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ফের রাজনীতিতে বাড়ছে উত্তাপ হলে রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহার চায় বাম ছাত্রসংগঠনগুলো পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার ‘বাঘ’ আসতে বাধা কোথায় ১২৩ সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে-স্বরাষ্ট্র উপদেষ্টা চবিতে সংঘর্ষে আহত দেড় শতাধিক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি

রাজধানীর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৪ ১২:৩২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৪ ১২:৩২:০৬ পূর্বাহ্ন
রাজধানীর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
বর্ষাকাল চলে গেলেও মৌসুমী বায়ুর প্রভাব যেন কাটছেই না। এখন মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে।গত সোমবার দিবাগত মধ্য রাতে ঢাকায় শুরু হওয়া বৃষ্টি চলে গতকাল মঙ্গলবার সকালেও। কোথাও মাঝারি, আবার কোথাও ভারী। আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রায় সারারাত বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফলে সকালে রাস্তায় বেরিয়েই বিপাকে পড়েন রাজধানীবাসী। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী সাধারণ মানুষ পড়েছেন ভোগান্তিতে। একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে বৃষ্টির কারণে রিকশাসহ গণপরিবহন কম থাকায় এই ভোগান্তি চরম আকার ধারণ করেছে। তাদের অনেকের অভিযোগ, সুযোগ বুঝে দ্বিগুণ-তিনগুণ ভাড়া হাঁকছেন রিকশাচালকরা। নিরুপায় হয়ে গুণতে হচ্ছে অতিরিক্ত অর্থ। রাজধানীর মোহাম্মদপুর, কল্যাণপুর, আসাদগেট, ধানমন্ডি, ফার্মগেট, কাওরান বাজার এলাকা ঘুরে দেখা গেছে বিভিন্ন স্থানে পানি জমে আছে। ধানমন্ডি ২৭ নম্বর মোড়ে পানি উঠেছে হাঁটুর ওপরে। এতে করে যানজট পৌঁছেছে কল্যাণপুর পর্যন্ত। বেগম রোকেয়া সরণির পানিতে গাড়ি আটকা পড়ায় আশপাশের এলাকা থেকে প্রধান সড়কে গাড়ি উঠতে ঘণ্টা ধরে অপেক্ষা করতে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারতের দক্ষিণ উড়িষা এবং আশপাশের এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ছত্তিশগড় এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, উড়িষ্য, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছুকিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাগে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বুধবারের পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছুকিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স