ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরিষাবাড়ীতে নদী ভাঙনের আতঙ্কে তিন গ্রামের মানুষ ইঞ্জিন সঙ্কটে পূর্বাঞ্চলে রেলযাত্রীদের ভোগান্তি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে-আলী রীয়াজ ভারত-মিয়ানমারের সাথে টানাপোড়েনে বাংলাদেশ দেশ-বিদেশ থেকে ছড়ানো গুজব এক প্রকার অবিরাম বোমাবর্ষণ : ড. ইউনূস ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি বরখাস্ত মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে মারামারি করে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া বিদেশিদের বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে নেগোসিয়েশন চলছে-নৌ-উপদেষ্টা বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায়-তারেক রহমান এফবিসিসিআই নির্বাচনে সময় বাড়লো দেড় মাস শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড হরমুজ প্রণালী অবরোধ ও মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে নিজস্ব মজুদ কমায় ইউক্রেনে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের ২ লাখ ৯৮ হাজার মানুষের মৃত্যু হতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিলে বিসিবির বাইরের যারা থাকবেন এশিয়া কাপের সম্ভাব্য সূচি প্রকাশ, একাধিকবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান চেলসি ছাড়লেন কেপা, আর্সেনালে নতুন যাত্রা বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের স্ত্রী-সন্তানের ভরণপোষণে মাসে ৪ লাখ রুপি দিতে হবে শামিকে রাজনৈতিক টানাপোড়েনে অনিশ্চিত ভারতের বাংলাদেশ সফর

আইনশৃঙ্খলা উন্নয়নে পদক্ষেপ নেব : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৪ ১২:১৬:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৪ ১২:১৬:১৫ পূর্বাহ্ন
আইনশৃঙ্খলা উন্নয়নে পদক্ষেপ নেব : স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, আজকের এই সভাটা ছিল আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা। এখানে আমরা মূলত আলোচনা করেছি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নতি করা যায়- এই ব্যাপারে আমরা কিছু কিছু পদক্ষেপও নেব।
গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, আপনারা জানেন, আজকে শেষ হয়ে যাচ্ছে বৈধ এবং অবৈধ অস্ত্র জমা দেয়ার শেষ সময়। আজ রাত থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য।
এই ব্যাপারেও আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি, যেন আমরা অবৈধ অস্ত্রগুলো কালেক্ট করতে পারি।
মাদক সম্রাটদের আইনের আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, আমাদের সঙ্গে আলোচনা হয়েছে, মাদক আমাদের একটা বড় ধরনের সমস্যা, এই মাদকটা আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি। মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি।
এর জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি, যেন এটা নিয়ন্ত্রণের ভেতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজাটা যেন সুষ্ঠুভাবে হতে পারে, এজন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি। এবং আমরা আশা করছি, পূজাটা খুব ভালোভাবে হয়ে যাবে, কোথাও কোনো ধরনের সমস্যা হবে না।
মিয়ানমার সীমান্ত প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমার সীমান্তে একটু সমস্যা আছে- আপনারা জানেন। এই সীমান্ত সমস্যা নিয়েও আজকে আলোচনা হয়েছে।
সেখানে কী পদক্ষেপ নেয়া হচ্ছে, এমন প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম বলেন, আমরা পদক্ষেপ কীভাবে নিচ্ছি, আপনারা অনগ্রাউন্ডে দেখতে পাবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স