ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

​অল্প বৃষ্টিতেই নিউমার্কেটের সড়কে হাঁটু পানি জনদুর্ভোগ

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৪ ১০:২১:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৪ ১০:২১:১০ পূর্বাহ্ন
​অল্প বৃষ্টিতেই নিউমার্কেটের সড়কে হাঁটু পানি জনদুর্ভোগ
অল্প সময়ের বৃষ্টিতেই নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রধান সড়কসহ আশপাশের সড়কগুলোতে পানি জমতে দেখা গেছে। গতকাল সোমবার দুপুর পৌনে ২টা থেকে শুরু হওয়া ঘণ্টাখানেকের বৃষ্টিতে এ জলাবদ্ধতা তৈরি হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, নিউমার্কেট এলাকার আশপাশের প্রত্যেকটা সড়কে পানি জমে গেছে। নীলক্ষেত থেকে আজিমপুর বিডিআর ৩ নম্বর গেট যাওয়ার সড়কটিতে হাঁটুসমান পানি জমেছে। এতে পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই মার্কেট করতে এসেছেন নিউমার্কেট এলাকায়। কিন্তু সড়কে পানি জমার কারণে তারা যেতে পারছেন না। এমন অনেকেই পানির কারণে মার্কেটে ঢুকতেও পারছেন না। বাধ্য হয়ে হাঁটুসমান পানিতে ভিজে রাস্তা পার হয়েছেন অনেকে। নিউমার্কেট এলাকা ছাড়াও বৃষ্টিতে রাজধানীর গুলিস্তান, নয়াপল্টন, শান্তিনগর, মালিবাগ, সায়েদাবাদ, শনিরআখড়া, পুরান ঢাকার সদরঘাট, সূত্রাপুর, বংশাল, নাজিমুদ্দিন রোড, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট নতুন রাস্তা, ধানমন্ডি, খামারবাড়ি থেকে ফার্মগেট, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড, মোহাম্মদপুর ও বসিলার কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশ, গুলশান লেকপাড় ও এসব এলাকার মূল সড়কসহ বিভিন্ন সংযোগ সড়ক এবং অলিগলিতে পানি জমতে দেখা গেছে।
নীলক্ষেতে বই কিনতে আসা মোর্শেদ আলম বলেন, অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার ঘটনা নতুন কিছু নয়। অপরিকল্পিত নগর ব্যবস্থার কারণে প্রতি বর্ষার সিজনেই নগরবাসীকে এমন ভোগান্তি পোহাতে হচ্ছে। রাজধানীর বিভিন্ন স্থানে সারা বছর কিছু সড়ক কাটা থাকে। বছরের পর বছর রাজধানীবাসীকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। এই দুর্ভোগ থেকে বের হওয়ার জন্য কর্তৃপক্ষের সঠিক পরিকল্পনা দরকার। জলাবদ্ধতার দুর্ভোগ থেকে আমরা পরিত্রাণ চাই।
এদিকে সকালেই আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছিল, আজ দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। সংস্থাটি জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে, যা ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। তবে পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি গত রোববার দক্ষিণ উড়িষ্যা ও এর কাছাকাছি এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। যার ফলে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সপ্তাহজুড়ে দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঝড়-বৃষ্টির কারণে আগামী কয়েক দিন সারা দেশেই তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ