ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

​হাইকোর্টের আদেশ অমান্য করে এমপিওভুক্তি

  • আপলোড সময় : ০২-০৯-২০২৪ ০১:২৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৪ ০১:২৭:৩০ অপরাহ্ন
​হাইকোর্টের আদেশ অমান্য করে এমপিওভুক্তি
জামালপুর প্রতিনিধি
মাউসি ও হাইকোর্টের আদেশ অমান্য করে এমপিওভুক্তিকরণে দুর্নীতির অভিযোগ উঠেছে। জানা গেছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি আপিল বেঞ্চে জামালপুরের ইসলামপুর উপজেলার মুন্নিয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সহকারী প্রধান শিক্ষক জাকিউল হক বাদী হয়ে একটি রিট পিটিশন (মামলা নং ৭৮১৩/২০২৩) দায়ের করেন। রিট পিটিশনের শুনানি শেষে মহামান্য হাইকোর্ট এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউসি) এর মহাপরিচালককে সহকারী প্রধান শিক্ষক মো. জাকিউল হককে এমপিওভুক্ত করার নির্দেশ দেন। তবে, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক রওশন আরা খান ও প্রোগ্রামার মো. আক্তারুজ্জামান মোটা অংকের উৎকোচের বিনিময়ে গত মে ২০২৪ তারিখে মাউসি ও হাইকোর্টের আদেশ অমান্য করে অবৈধভাবে সহকারী প্রধান শিক্ষক হিসেবে মো. আমজাদ হোসেনকে এমপিওভুক্ত করেন। এতে মুন্নিয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সহকারী প্রধান শিক্ষক মো. জাকিউল হক এমপিওভুক্তি থেকে বঞ্চিত হন। এ বিষয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা বরাবরে একটি অভিযোগ প্রেরণ করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন যে, ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক রওশন আরা খান, যিনি সদ্য সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদ হাসান এমপি এবং সদ্য পদত্যাগকৃত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ভাগ্নির প্রভাব খাটিয়ে প্রোগ্রামার আক্তারুজ্জামানের যোগসাজশে মোটা অংকের উৎকোচ নিয়ে মাউসি ও হাইকোর্টের আদেশকে অগ্রাহ্য করে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন সহকারী প্রধান শিক্ষক মো. জাকিউল হককে বাদ দিয়ে সহকারী শিক্ষক মো. আমজাদ হোসেনকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে অবৈধভাবে এমপিওভুক্ত করেন।
প্রকাশ থাকে যে, উপ-পরিচালক রওশন আরা খান চরম দুর্নীতির মাধ্যমে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের নিম্ন মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্তির প্রাপ্যতা না থাকা সত্ত্বেও সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) পদে ৪ জন এবং সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) পদে ২ জনকে মে ২০২৪ মাসে এমপিওভুক্ত করে দেন।
এ বিষয়ে ময়মনসিংহ বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপ-পরিচালক রওশন আরা খানের কাছে মাউসি ও হাইকোর্টের আদেশ অমান্য করে এমপিওভুক্তি সম্পর্কে জানতে চাইলে তিনি সম্পূর্ণ অস্বীকার করেন। সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব এবং সদ্য পদত্যাগকৃত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ভাগ্নির প্রভাব খাটানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি একজন চাকরিজীবী, আত্মীয়র প্রভাবের বিষয়ে কিছু বলতে পারছি না। এ বিষয়ে মুন্নিয়ারচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন বর্তমানে পলাতক থাকায় তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ভুক্তভোগী প্রতিষ্ঠাকালীন সহকারী প্রধান শিক্ষক মো. জাকিউল হক জানান, সরকারি বিধি মোতাবেক মাউসি ও মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে আমাকে এমপিওভুক্ত না করে শিক্ষক মো. আমজাদ হোসেনকে সহকারী প্রধান শিক্ষক পদে এমপিওভুক্ত করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে প্রত্যাহার করে আমাকে তার স্থলাভিষিক্ত করার অনুরোধ করছি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ