সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিনিয়র সচিবের বরাত দিয়ে এতে বলা হয়, সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। ফ?লে, এখন থেকে সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে। এর আগে, গত ২৪ আগস্ট স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব বিবরণী ১ সেপ্টেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেয়ার নির্দেশ
- আপলোড সময় : ০১-০৯-২০২৪ ১০:৩৫:১২ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-০৯-২০২৪ ১০:৩৫:১২ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ