ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশসহ ১৩ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা সৌদির ভূমিকম্পকে ব্যবহার করে মিয়ানমার জান্তার ত্রাণ নিয়ে কারসাজি যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী সর্ববৃহৎ সমাবেশ শুল্ক ঘোষণার পর জেপি মরগানের পূর্বাভাস ভারতে ৭০ বাংলাদেশি পর্যটক নিয়ে বাস উল্টে নিহত ১ রাফাহ শহরকে গাজা থেকে বিচ্ছিন্ন করল ইসরাইল ব্যাটারের কাছাকাছি উদ্যাপনে পাওয়া শাস্তির ডাবল পেলেন দূরে করে সমর্থকদের দিকে তেড়ে গেলেন খুশদিল শাহ রোনালদোর জোড়া গোলে আল নাসরের দুর্দান্ত জয় ২৫ বছরের সম্পর্কের ইতি, বায়ার্ন ছাড়ছেন মুলার স্টোকসকে ওয়ানডেতে ফেরানো ‘অযৌক্তিক’ মনে করেন মাইকেল ভন কিউইদের কাছে হোয়াইটওয়াশ হয়ে ফিরছে পাকিস্তান ভাগাড়সহ কোথাও ময়লা পোড়ানো যাবে নাÑ পরিবেশ উপদেষ্টা স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেইÑ স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী আন্দোলনে বিএনপিসহ সমমনারা আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধান হবে জোটের মধ্যে ফাটল ধরেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ বিমানবন্দরে সিকিউরিটি বিভাগে ছন্দপতন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট ভোগান্তি চরমে

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ০২:৩৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৪ ০২:৩৯:২৬ অপরাহ্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট ভোগান্তি চরমে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে শুক্রবার ছুটির দিন সকাল থেকে যানজট সৃষ্টি হয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কিছুটা কমলেও দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক দুটিতে যানবাহনের চাপ ছিল। এতে ভোগান্তি পোহাতে হয়েছে বিভিন্ন যানবাহনের যাত্রীদের। ছবিটি সাইনবোর্ড এলাকা থেকে তোলা
ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রায় ১৫ কিলোমিটার অংশজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা। গতকাল শুক্রবার সকালে মহাসড়কের সানারপাড় থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত এই যানজট সৃষ্টি হয়েছে। এদিকে তীব্র গরমে যাত্রীদের হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। বাস ছেড়ে হেঁটে রওনা করেছেন যাত্রী আশরাফ হোসেন। তিনি বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থেকে মোগড়াপাড়া যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছিলাম। কিন্তু শিমরাইল পর্যন্ত আধা ঘণ্টায় আসতে পেরেছি। এখন বাস থেকে নেমে হেঁটে সামনের দিকে যাচ্ছি। রাস্তা ফাঁকা দেখলে গাড়িতে উঠে যাবো। মদনপুর থেকে কাঁচপুর পর্যন্ত ৪০ টাকা বাড়িয়ে ভাড়া হাঁকাচ্ছেন অটোচালক রফিক মিয়া। তিনি বলেন, ‘মহাসড়কে অনেক যানজট। যানজট ঠেলে কাঁচপুর যেতে দুই ঘণ্টার বেশি সময় লাগবে। তাই কুতুবপুরসহ এলাকার ভেতরের গলি দিয়ে কাঁচপুরের কাছাকাছি মহাসড়কে নামিয়ে দিতে পারবো। বিভিন্ন এলাকা ঘুরে যাওয়ার ফলে ভাড়া একটু বেশি নিতে হচ্ছে। প্রাইভেট কোম্পানির মালামাল নিয়ে ট্রাকে করে মেঘনা যাচ্ছেন চালক জামাল মিয়া। তিনি বলেন, শুনেছি সকালে একটি গাড়ি উল্টে গেছে। এরপর থেকে যানজট শুরু হয়েছে। এখন তীব্র আকার ধারণ করেছে। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ভোর থেকে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে আমাদের একাধিক টিম কাজ করছে। তিনি বলেন, সকালে মহাসড়কে একটি গাড়ি বিকল হয়ে পড়ে। এরপর থেকে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বিকল হয়ে যাওয়া গাড়িটি সরিয়ে ফেলা হলেও যানজট রয়ে গেছে। কারণ হিসেবে তিনি আরও বলেন, ত্রাণের গাড়িসহ বিভিন্ন যানবাহন এলোমেলোভাবে প্রবেশ করায় এমনটা হয়েছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রামমুখী লেনে বেশি যানজট হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স