মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্বামী তাকে হত্যা করেছে বলে অভিযোগ তার পরিবারের। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামে দর্জিপাড়া থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন হরিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান। এর আগে বিকাল ৬টার দিকে ওই গৃহবধূর মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার। নিহত স্মৃতি সরকার (২০) ওই গ্রামের সঞ্জিত সাহার স্ত্রী। সঞ্জিত ব্যাটারিচালিত রিকশা চালান। তাদের দুই বছরের এক ছেলে রয়েছে। স্মৃতির মা রানী দাস অভিযোগ করে বলেন, আমার মেয়েকে মাঝে মাঝে মারধর করতো সঞ্জিত, আর গত বৃহস্পতিবার সঞ্জিত আমার মেয়েকে মাইরাই ফালাইছে। একই অভিযোগ করে স্মৃতির মামাতো ভাই লোকেশ সরকার বলেন, তার ফুপাতো বোন স্মৃতির শরীরে মারধরের আঘাতের চিহ্ন রয়েছে। তবে স্মৃতির শাশুড়ি নিয়োতি সাহা বলেন, কোন কাইজা (ঝগড়া) হয় নাই। শরীরে আঘাতের বিষয়ে জানতে চাইলে বলেন, তা জানেন না। স্থানীয়রা জানান, মাঝে মাঝে ঝগড়ার ঘটনা শুনেছেন। বাড়ির দুই বউয়ের (সঞ্জিত ও ভাইয়ের বউ) মধ্যেও তাদের বাচ্চাদের নিয়ে ঝগড়া হতো। কয়েক মাস আগে ঝগড়া করে বাপের বাড়িও অনেক দিন থেকে এসেছে স্মৃতি। তবে গৃহবধূর স্বামী সঞ্জিত সাহা জানান, তিনি গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রিকশা নিয়ে বের হয়েছিলেন। খবর পেয়ে ৬টার দিকে তিনি বাড়ি এসে দেখে তার স্ত্রী মারা গেছেন। পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, গৃহবধূর নাকের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সঞ্জিত সাহাসহ তার মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
