ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

মানিকগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ০২:৩৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৪ ০২:৩৬:৩৯ অপরাহ্ন
মানিকগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্বামী তাকে হত্যা করেছে বলে অভিযোগ তার পরিবারের। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামে দর্জিপাড়া থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন হরিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান। এর আগে বিকাল ৬টার দিকে ওই গৃহবধূর মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার। নিহত স্মৃতি সরকার (২০) ওই গ্রামের সঞ্জিত সাহার স্ত্রী। সঞ্জিত ব্যাটারিচালিত রিকশা চালান। তাদের দুই বছরের এক ছেলে রয়েছে। স্মৃতির মা রানী দাস অভিযোগ করে বলেন, আমার মেয়েকে মাঝে মাঝে মারধর করতো সঞ্জিত, আর গত বৃহস্পতিবার সঞ্জিত আমার মেয়েকে মাইরাই ফালাইছে। একই অভিযোগ করে স্মৃতির মামাতো ভাই লোকেশ সরকার বলেন, তার ফুপাতো বোন স্মৃতির শরীরে মারধরের আঘাতের চিহ্ন রয়েছে। তবে স্মৃতির শাশুড়ি নিয়োতি সাহা বলেন, কোন কাইজা (ঝগড়া) হয় নাই। শরীরে আঘাতের বিষয়ে জানতে চাইলে বলেন, তা জানেন না। স্থানীয়রা জানান, মাঝে মাঝে ঝগড়ার ঘটনা শুনেছেন। বাড়ির দুই বউয়ের (সঞ্জিত ও ভাইয়ের বউ) মধ্যেও তাদের বাচ্চাদের নিয়ে ঝগড়া হতো। কয়েক মাস আগে ঝগড়া করে বাপের বাড়িও অনেক দিন থেকে এসেছে স্মৃতি। তবে গৃহবধূর স্বামী সঞ্জিত সাহা জানান, তিনি গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রিকশা নিয়ে বের হয়েছিলেন। খবর পেয়ে ৬টার দিকে তিনি বাড়ি এসে দেখে তার স্ত্রী মারা গেছেন। পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, গৃহবধূর নাকের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সঞ্জিত সাহাসহ তার মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ