ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের শাস্তির সম্মুখীন হলেন স্টোকসরা বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিলো রিশাদ বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত শতকোটি টাকা ব্যয়ে হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাইয়ের চেতনায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার রাজনৈতিক অস্থিরতার প্রভাব শেয়ারবাজারে ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি যৌক্তিক শুল্ক প্রত্যাশা বাংলাদেশের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার-খাদ্য উপদেষ্টা ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে-অর্থ উপদেষ্টা এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর-পরিবেশ উপদেষ্টা পঞ্চদশ সংশোধনীতে হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন : বদিউল আলম মজুমদার নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল

বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে নেতৃত্ব দেওয়া যাবে না : কাদের সিদ্দিকী

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ০২:৩৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৪ ০২:৩৫:২১ অপরাহ্ন
বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে নেতৃত্ব দেওয়া যাবে না : কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধুকে অস্বীকার করে, অপমান করে বাংলাদেশে কোনো নেতৃত্ব দেওয়া যাবে না। আমরা তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছি। তার জন্য একটি স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধুকে সম্মান করে, স্বীকার করে তার যতটা সম্মান প্রাপ্য ততটা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। গতকাল শুক্রবার ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। এ সময় কাদের সিদ্দিকী বলেন, আমি একজন মুসলমান হিসেবে আল্লাহ-রসূল ছাড়া আর কাউকে পরোয়া করি না। আমি আল্লাহ-রসূলের তরিকা অনুযায়ী জীবনে চলি। বাকি জীবনটাও আমি সেইভাবে চালাবো। আল্লাহ এবং তাঁর রসূলকে ভালোবাসার পরে আমার প্রেম আমার ভালোবাসা সমস্তটাই বঙ্গবন্ধুকে ঘিরে। বঙ্গবন্ধুকে না পেলে আমি একজন রিকশাওয়ালা হতাম, না হলে গরুর রাখাল হতাম। বঙ্গবন্ধু যখন আইয়ুব খানের সময় বক্তব্য দিতেন, তাদের বিরুদ্ধে আন্দোলন করতেন তখন আমার ভয়ে হাত-পা কাঁপতো। বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতে শিখেছি। অনেকেই দেশপ্রেমের কথা বলেন, কিন্তু দেশপ্রেম এত সহজ কাজ না- অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করে দেশপ্রেম অর্জন করতে হয়। এ সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে উদ্দেশ করে তিনি বলেন, ঝড়-তুফান যখন আসে সেটি আবার কেটেও যায়। কোনো অন্ধকার চিরস্থায়ী নয়। কোনো দুর্যোগ স্থায়ী নয়। আকাশ আবার পরিষ্কার হবে। টুঙ্গিপাড়াবাসীকে ধন্যবাদ জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, আমি আর জীবনে এখানে আসতে পারবো কিনা জানি না। আমি অত্যন্ত খুশি হয়েছি যে এই দুর্যোগের সময় বঙ্গবন্ধুর সমাধিকে সুন্দরভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে তিনি আওয়ামী লীগের রাজনীতি করবেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আজ টুঙ্গিপাড়া এসেছি আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করার জন্য। বঙ্গবন্ধুর হত্যার বিচার চেয়েছি যখন সবাই গর্তে ছিল। দেশের রাজনৈতিক অস্থিরতা ছিল। বিনিময়ে আমি মানুষের কাছে সম্মান পেলেও যাদের কাছে সম্মান পাওয়ার কথা তাদের কাছে পাইনি। বরঞ্চ আমাদের আরও অসম্মান আর অপমান করা হয়েছে। বর্তমান আওয়ামী লীগ মওলানা ভাসানীর, শেখ মুজিবুর রহমানের ও গরিব-দুঃখীদের আওয়ামী লীগ নয়। সেই আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগ এক নয়। আমি আগেও বঙ্গবন্ধুর ছিলাম, এখনও বঙ্গবন্ধুর আছি এবং বাকি জীবন তার আদর্শ নিয়েই বেঁচে থাকবো। এর আগে গতকাল শুক্রবার বেলা ১২টায় কাদের সিদ্দিকী ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এসে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বঙ্গবন্ধুসহ ১৯৭৫-এর ১৫ আগস্ট নিহত তার পরিবারের সদস্য এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় সফরসঙ্গী হিসেবে তার নিজ দল কৃষক শ্রমিক জনতা লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এবং গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলার স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য