মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে অংশ নেওয়া শহরের উত্তর ইসলামপুরের বাসিন্দা নুর মোহাম্মদ ওরফে ডিপজলকে (২২) গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আরও একটি হত্যা হয়েছে। এতে সাবেক চার সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩১৩ জন নেতাকর্মীর নামে ও অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে নিহত নুর মোহাম্মদের নানি সেফালী বেগম বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলাটি করেন। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেন। প্রসঙ্গত, গত ৪ আগস্ট শহরের সুপারমার্কেটে এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কর্মসূচিতে ৩ জন নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়। এ ছাড়া অন্তত ৯৫ জন গুলিবিদ্ধসহ আহত হন দেড় শতাধিক। আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহতরা হলেন- রিয়াজুল ফরাজী (৩৮), মো. সজল (৩০) ও ডিপজল (১৯)। নিহতদের মধ্যে রিয়াজুল মৃত কাজী মতিনের ছেলে, সজল আলী আকবরের ছেলে ও ডিপজল সিরাজ সরদারের ছেলে। এরা সকলেই শহরের উত্তর ইসলামপুর এলাকার বাসিন্দা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আরও এক হত্যা মামলা
- আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ১২:৩৫:৪৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩১-০৮-২০২৪ ১২:৩৫:৪৯ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ